পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8. ভক্তিরত্নীকর । [ প্রথম তরঙ্গ । অপার। শ্ৰীকৃষ্ণচৈতন্য এক জীবন সবার। কহিতে বাঢ়য়ে সাধ ভক্তের চরিত। প্রেমভক্তিময় ভক্ত-ইচ্ছা মনোহিত । ভক্ত-ইচ্ছামতে গৌরচন্দ্র অবতার। ভক্তসঙ্গে নিরন্তর অদ্ভুতবিহার ॥ ব্রহ্মা শিব শেষ যার অন্ত নাহি পায় । কলিযুগে হেন লীলা করে গৌররায় ৷ ত্ৰিবিধ চৈতন্যলীলা আনন্দের ধাম। আদিখণ্ড মধ্যখণ্ড শেযখণ্ড নাম ॥ আদিখণ্ডে প্রধানাতি-বিদ্যার বিলাস । এ মধ্যখণ্ডে চৈতথ্যের কীৰ্ত্তন প্রকাশ ॥ শেষখণ্ডে ন্যাসিরূপে নীলাচলে স্থিতি । নিত্যানন্দ স্থানে সমপিয়া গোঁড়ক্ষিতি ॥ সন্ন্যাসির শিরোমণি শ্ৰীকৃষ্ণচৈতন্য । নিত্যানন্দাদ্বৈত সহ কৈল কলি ধষ্ঠ | প্রভু শ্ৰীঅদ্বৈত নিত্যনন্দ হলধর । ম গৌরচন্দ্রের এ অভিন্ন কলেবর ॥ নিত্যনন্দাদ্বৈত চেষ্টা বুঝিতে কে পারে। সদা ক্রীচৈতন্থপ্রেমসমুদ্রে সাতারে ॥ পরস্পর কথামৃত কন্দলের প্রায় । সে কথা শুনিতে কার হিয়া না জুড়ায় ॥ মরি মরি এ দোহার বলাই লইয়া । দেশে দেশে ফিরি যেন দোহ গুণ গাইয়া ॥ প্রভু গৌরচন্দ্র নিত্যানন্দাদ্বৈতসঙ্গে। বিহরয়ে শ্ৰীনবদ্বীপেতে নানারঙ্গে। প্রভুর এ লীলা যত অমৃতের ধার। মহানন্দে ভক্তগণ পিয়ে অনিবার ॥ ভুবন পবিত্র হয় গৌরাঙ্গলীলায়। প্রভুভক্তদ্রোহী স্পর্শ কভু নাহি পায় ॥ প্রভুপরিকর অনুগ্রহ করে ঘরে । সেই সে ডুবয়ে এই লীলার পাথারে ॥ প্রকট প্রকট লীলা দুই ত প্রকার। কভু অপ্রকট কভু প্রকটবিহার ॥ প্রকটে মেরূপ অপ্রকটে সেই মত । ভক্ত