পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>ミ ভক্তিরত্ন কর । [ তৃতীয় তরঙ্গ । ধারা বহয়ে নয়নে ॥ কেহ শ্ৰীনিবাস আগে চলয়ে ধাইয়া । গমনের শোভা দেখে সম্মুখে রহিয়া। কেহ কহে আহে ভাই দেখ শ্ৰীনিবাসে । ইহার হৃদয়ে কৃষ্ণচৈতন্য বিলাসে ॥ কেহ কহে যে কহিলে এই ত সম্ভব । নহিলে কি এত স্নেহ করে ভক্ত সাপ ॥ প্রভুর বিয়োগে ভক্ত রহে মৃতপ্রায় । তথাপিহ শ্ৰীনিবাসে দেখি সুখ পায় ॥ কেহ কহে মো সবার ঘু চাইতে ব্যথা । শ্ৰীনিবাসে জগন্নাথ;আনিলেন এথা ॥ কেহ কহে পূর্বে প্রভু যে অজ্ঞা করিল । তাহ মো সবার নেত্রে প্রত্যক্ষ হইল ॥ কেহ কহে অলপ বয়স্ সুকুমার। দেখিতে এ দশ। প্রাণ বিদরে তামার ॥ এইরূপ কত কথ। কহে পরস্পরে। শ্ৰীনিবাস তাসি প্রণমিলা সিংহদ্বারে ॥ প্রথমেই পতিতপাবনে নিরখিয় । চলিলেন কিছু আগে প্রেমাবিষ্ট হৈয়া ॥ আপনাকে দীনহীন মানে নিরন্তর। নুসিংহদেবের স্তুতি করেন বিস্তর ॥ অতিযত্নে প্রণমিয়া নৃসিংহদেবেরে। সাবধানপূর্বক প্রবেশিল শ্ৰীমন্দিরে ॥ সৰ্বচিত্তাকর্ষি (১) রহে দূরে দাড়াইয়া । নীলাচলচন্দ্রে দেখে নয়ন ভরিয়া । নীলাচলচন্দ্রের মাধুর্য্য মনোহর । সজলজলদ ঘটা ( ২ ) জিনি কলেবর : শ্ৰীপদ্মলোচনদ্বয় ত্রিভু ( ১ ) অর্থাৎ খ্ৰীনিবাস শ্ৰীমন্দিরে দাড়নকালে নিজ প্রেমময় ও, সুন্দর মূৰ্ত্তিতে সকলকেই আকৃষ্ট করিগছিলেন । ( 2 ) ঘট,—সমুচ ।