পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूउँौग्न ऊद्वत्र । ] ভক্তিরত্নাকর । ృ5 বন লোভা । কোটি কোটি চন্দ্র জিনি শ্ৰীমুখের শোভা ৷ পরম অদ্ভুত, বাহু ভগীর সুসমা । নানরত্ন-ভুষণে ভূষিত মনোরম ৷ বিবিধ পুষ্পের মাল চরণপৰ্যন্ত । ক্রমে বিলসয়ে শোভা কে করিবে অন্ত ॥ নানাপুষ্পচূড়া চারুশিরে সুশোভয় । বালকে ললাটে কোটি কন্দপবিজয় ॥ ঐছে জগন্নাথদেবে করি সন্দর্শন। বলদেবচন্দ্ৰে দেখি জুড়ায় নয়ন ॥ ইন্দু কুন্দ চন্দন রজতগিরি জিনি ( ১ ) । ঝলমল করে অঙ্গ অদ্ভূত-লাবণি (২ ) ৷ শ্ৰীমুখচন্দ্রের শোভা ভুবন ভুলায় । নেত্রপদ্ম-ভঙ্গীতে কন্দৰ্প মূৰ্চ্ছা পায় ॥ নিরুপম ভূজ চারু ললাট শোভিত । নানার পুষ্পের ভূষণে বিভূষিত ॥ হেন বলরাম-শোভা দেখে ঐ নিবাস । ধরিতে না পারে অঙ্গ বঢ়িয়ে উল্লাস ॥ শ্ৰীহভদ্র-মুখপদ্ম করিয়া দর্শন। নেত্র ভরি দেখিলেন চক্র-সৃদর্শন ॥ শ্ৰীজগন্নাথের প্রিয়সেবক উল্লাসে । শ্রীমালা প্রসাদ বস্ত্র দিল শ্ৰীনিবাসে ॥ চক্রবেড় (৩) মধ্যেতে যতেক দেবালয়। মহাযত্নে সকল দেখিল মহাশয় ॥ খ্ৰীনিবাসে র্যেহ করাইলেন দর্শন । তিহ হৈয়া আইলা গোপীনাথের ভবন ॥ পুনঃ গোপীনাথ-পাদপদ্ম নিরখিল । অতি সে সৌন্দর্য্য স্বধাসমুদ্রে ডুবিল ৷ ঐ পাণ্ডত-গোস্বমির নিকটে


.م. --------------

(১) রজগুগিরি,—কৈলাসপৰ্ব্বত । যে বলদেবের অঙ্গ চন্দ্র, কুনাপুষ্প, চক্ষন এবং কৈলাসশৈল হইতেও সমধিক ধবল ও মনোহর ॥ (২) অদ্ভূতলাবণি,—আশ্চর্য লাবণ্য ॥ { 3 ) চক্রবেড়,—গোল প্রাচীরমধ্যে ॥ | > 0 }