8 ভক্তিরত্নীকর । [ তৃতীয় তরঙ্গ । পুনঃ গেল । তিঁহ মহাপ্রসাদ সেবনে আজ্ঞা দিলা ॥ শ্ৰীলিবাস বৈসে মহাপ্রসাদ সেবনে । নেত্রে অশ্রুধারা বহে প্রসাদ-দর্শনে ॥ অংশৰ্মা সৌরভ পাই হৃদয় উথলে । সহযত্নে ভুঞ্জয়ে প্রণমি ভূমিতলে ॥ কত লৈব ন!ল সে প্রসাদ নানাভাতি । ভুঞ্জিলেন শ্ৰীনিবাস ভক্তিরসে মতি ॥ স্ত্র মহাপ্রসাদ সেবা করি কতক্ষণে । চলিলেন শ্রীপণ্ডিত-গোস্বামির স্থানে ॥ পণ্ডিত-গোসাঞি মহাপিরহে জর্জর । দু’ণয়নে প্রেমধরে বহে নিরন্তর ॥ প্রসাদ সেবনে জিজ্ঞাসিয়া শ্ৰীনিবাসে । পরমবাৎসল্যে বসাইলা নিজপাশে ॥ কি অপূৰ্ব্ব স্নেহে পুনঃ কহে তাtধ অধি। ভাগবত পড়িতে তোমার ছিল সাধ । পড়াইতে তোমারে তামারো ছিল সাধা । কারে কি কহিল, হৈল বিপরীত বাধা ॥ এত কহি কিছুকাল রহে মৌন পরি। চাহে শ্ৰীনিবাস-পানে অীপনা সম্বরি ॥ মধ্যে মধ্যে শ্ৰীমদ্ভাগবত-অৰ্থ কহে । র্যাহার শ্রবণে কোন সন্দেহ না রহে | ক্রীনিবাসে দেখ এই কৃপার অবধি । এ হেন সময়ে শুনায়েন যথাবিধি ॥ পুনঃ শ্ৰীনিবাসে কহে বৃন্দাবন যাবে । তথা এ সকল মনোরথ পূর্ণ হ’লে ৷ এথা যে আছেন গ্রন্থ, তাহ জীর্ণ হৈল । এত কহি ঐ নিবাসে গ্রন্থ আনি দিল ॥ স্ত্রীনিবাস শ্ৰ সুস্থে করিয়া নমস্বর ৷ তক্ষর দেখিতে নেত্ৰে বহে অশ্রধার ॥ ধ্রীচৈতন্যপ্ৰভু গদাধর নেত্রজলে । মধ্যে মধ্যে বর্ণলোপ পাঠ নাছি চলে ॥ দেখিতে দেখিতে যৈছে হৈলা শ্রীনিবাস । তাহ দেখি গোসাঞের চিত্তে হৈল ত্ৰাস ॥ কি
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।