পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । ') { অপূৰ্ব্ব স্নেহ স্থির করি ক্রীনিবাসে । করিলেন অনুগ্রহ অশেষবিশেষে ॥ ধ্রুপণ্ডিত-গোস্বামির বাৎসল্য চমৎকার । গ্রন্থের বাহুল্যভয়ে নারি বণিবার | প্রীনিবালে গৌড়দেশে যাইতে আজ্ঞ দিল । সৰ্ব্বত্র বিদায় পুত্ৰ হইতে কহিল ॥ পণ্ডিতের প্রাণসম : " {{র । তার লাগি করিলেন অক্ষেপ বিস্তর ॥ খণ্ডবাসী নরহরি আদি যত জনে কহিতে কহিল যা, ত’ দুঙ্গর শ্রবণে ॥ গোস্বামির ঐছে আজ্ঞা শুনি শ্ৰীনিবাস । মাথায় ভঙ্গিয় যেন পড়িল আকাশ ॥ লঙ্ঘিতে ন পারে অজ্ঞা, ব্যাকুল হইয়। যে কৈল বিলাপ, তা শুনিতে কাটে হিয়া কায়মনোবাক্যে কৈল চরণ বন্দন । প্রদক্ষিণ করি কৈল অনেক রেদিন ॥ শ্ৰীগোপীনাথের পাদপদ্মে প্ৰণমিয় । চলিলেন শ্রীনিবাস অত্বাসমপিয়া ॥ শ্ৰীজগন্নাথের গিয়া করিল দর্শন। অনেক প্রার্থনা কৈল করিয়া রোদন ॥ ক্ষেত্রব সকল-ভক্তের স্থানে গিয়া । করয়ে প্রণাম বহু ভূমে লোটা ইয়া ৷ দুই নেত্রে অশ্রুধার। বহে অনিবার । সে দশ দেখিতে প্রাণ বিদরে সবার ॥ প্রেমাবেশে করে সবে দৃঢ় আলিঙ্গন। শ্ৰীনিবাসে ছাড়িতে ন পারে কোন জন ॥ ব্যাকুল হইয়া সবে বিদায় করিল। কহিল যে সব, তাহা বর্ণিতে নারিল ॥ মরি মরি স্নেহের বালাই লৈয়া মরি । রহিলেন সবে সে গমন-পথ হেরি ॥ কেহ কেহ সঙ্গেতে চলিয়া কত দূরে । মৃদঙ্গ করিয়া দিল গৌড়ে যাইবারে । শ্রীনিবাস গৌড়দেশে গমন করিল।