らなS。 ভক্তিরত্নাকর। তৃতীয় তরঙ্গ । পণ্ডিত-গোস্বামির স্থানে সবে জানাইল । খ্ৰীনিবাসে পাঠাইয়া হৈল যে প্রকার। তাহা কি কহিব চিত্তে সংশয় সবার ॥ এথা শ্ৰীনিবাস চিন্ত করে অনুক্ষণ । পুনঃ কি পাইব ভ্রগোসাঞির দর্শন ॥ ঐছে বহু আশঙ্কা সে চরণ ভাবিয়া । নির্বিঘ্নে আইলা খণ্ডে ব্যাকুল হইয়৷ ৷ শ্ৰীনিবাসে দেখিয়৷ ঠাকুর-নরহরি। করিলা ক্ৰন্দন শ্ৰীনিবাস-গলা ধরি ॥ শ্ৰীনিবাসে যত্নে জিজ্ঞাসেন সমাচার । শ্ৰীনিবাস কহে নেত্ৰে বহে অশ্রুধার ॥ প্রভুর বিয়োগ যৈছে প্রভুপরিকর। বিস্তারি কহিতে নারে ব্যাকুল অন্তর ॥ পণ্ডিত গোসাঞির কথা কহিতে কহিতে। মূচ্ছিত হইয়া পড়িলেন পৃথিবীতে ॥ শ্ৰীনিবাস-দশা দেখি প্রভু নরহরি। অনেক যতনে স্থির কৈলা বক্ষে ধরি ॥ শ্রীরঘুনন্দন ত্যাদি যত প্রভুগণ স্ত্রীনিবাসে দেখি স্থির নহে কোন জন ॥ যে প্রকার হৈল, তাহা কহিতে কি পারি। সবে স্থির কৈল শ্ৰীঠাকুর-নরহরি ॥ শ্ৰীনিবাস সেই রীত্রি রহিয়া খণ্ডেতে। প্রাতঃকালে পুনঃ চলিলেন ক্ষেত্রপথে ॥ মনে বিচারয়ে গোসাঞির স্থানে গিয়া । রহিব এবার আজ্ঞা লঙ্ঘন করিয়া ॥ এইরূপ নানা কথা উপজে অন্তরে । দেখিলেন কত জন আইসে কত দূরে ৷ ব্যগ্র হৈয় তা সবারে পুছে সমাচার। কেবা কি কহিবে হিয়া বিদীর্ণ সবার । কতক্ষণে কহিলেন করিয়া ক্ৰন্দন। খ্রীপণ্ডিতগোস্বামী হইলা আদর্শন ॥ শ্ৰীনিবাস ব্যাকুল এ বাক্য-বজাঘাতে। যুঙ্গিত হইয়া পড়িলেন পৃথিবীতে ৷ শ্ৰীনিবাসে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।