পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! ভক্তিরত্নীকর । [ তৃতীয় তরঙ্গ "ללכי নীলাচল হৈতে ইহঁ আইসে অল্পদিনে । গৌড়ের বৃত্তান্ত বুঝি কিছু নাহি জানে ॥ ঐছে কত কহি সবে নিকটে আইসে । ক্রীনিবাল তা সবারে যতনে জিজ্ঞাসে ॥ কে খ হৈতে আইলা, কেনে ক্ষীণ কলেবর । পুনঃ পুনঃ পুছে কিছু না পায় উত্তর ॥ কেহ অধোমুখে কহে করিয়৷ ক্ৰন্দন । নিত্যানন্দাদ্বৈত দোহে হৈলা আদর্শন ॥ শুণিতেই তাঙ্গ আছাড়িয়া ভূমে পড়ে। নিশ্চয় করিল, প্রাণ না রাখিব ধড়ে ॥ কেশ ছিড়ি হস্তাঘাত করয়ে মাথায় । কান্দে উচ্চৈঃস্বরে শুনি পাযtণ মিলায় ৷ কি হৈল কি হৈল বলি নখে বক্ষঃ চিরে । উৰ্দ্ধবাহু করিয়া কহয়ে বারে বারে ॥ হা হা গৌর নিত্যানন্দাদ্বৈত গদাধর । হা হা শ্রীস্বরূপ-প্ৰভু প্রাণের সোসর ॥ মে! হেন তাধমে এই দুঃখ ভুঞ্জাইতে । অসময়ে জন্মাই রাখিল পৃথিবীতে ॥ করিব উচিত, প্রাণ যৈছে বহিরায় । প্রভাতে জ্বলিয়। অগ্নি প্রবেশিব তীয় ॥ ঐছে মহাদুঃখে দন্ধি রাত্ৰিশেষ কৈল । প্রভু-ইচ্ছামতে কিছু নিদ্রা আকৰ্ষিল ॥ স্বপ্নচ্ছলে নিত্য নন্দাদ্বৈত দয়াময় । খ্ৰীনিবস আগে ত্যাদি হইল। উদয় ৷ কনক-অরুণ কিবা নিতাইর তনু । কলমল করে জিনি প্রভাতের ভানু পিরিতি অমিয়া ; মাখ। মধুর লবণি । সে নব ভঙ্গীতে কোটি মদন-নিছনি ॥ বদনসৌন্দর্য্য কিব। তাহে মুছ হাস । যেন সুনিৰ্ম্মল কোটিচান্দের প্রকাশ ॥ শিরে হুকুন্তল চারু তিলক কপালে। শ্রবণে SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSS SSS SSAS SSAS SSAS SSAS SSAS --- $ অমিয়' — অমৃত ।