পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ ভক্তিরত্নাকর। [ छूउँौग्न उद्भत्र । অনেক কাৰ্য্য তোমার এ দেহে ৷ গৌড়ে তোমা দেখিতে উদ্বিগ্ন বহু জন। তা সবারে দেখি শীঘ্ৰ যাহ বৃন্দাবন। ঐছে বহু কহি খ্ৰীনিবাসে স্থির কৈল । পুনঃ শ্ৰীনিবাস প্রভুপদে প্ৰণমিল ৷ শ্ৰীনিবাস-মাথে দোহে ধরিল চরণ । পরমবtংসল্যে কৈল পুনঃ আলিঙ্গন ॥ স্ত্রীনিবাসে বিদায় করিয়া দুই জনে। দেহে অদর্শন হইলেন সেইক্ষণে ॥ নিদ্রাভঙ্গে শ্ৰীনিবাস ব্যাকুল হইল। রজনী-প্রভাতে তথা হৈতে যাত্র কৈল ॥ কিছু দিনে উৎকলের সীমা ছাড়াইলা । মধ্যদেশ হৈয়া গৌড়দেশে প্রবেশিলা ॥ খণ্ডে গিয়া প্রভু-প্রিয়গণ দর্শনেতে । যে হইল পরস্পর, না পারি বণিতে ॥ ঐপ্রভুর স্বপ্নাদেশ করিয়া স্মরণ। নবদ্বীপ-পথপানে করয়ে গমন ॥ লোকমুখে শুনে নদীয়ার সমাচার । না ধরে ধৈর্য নেত্ৰে বহে অশ্রুধার ॥ নবদ্বীপ যাইতে উদ্বেগ বাঢ়ে মনে । দুই দিবসের পথ চলে একদিনে ॥ পথেতে যাইতে চিত্তে উপজয়ে যাহ। একমুখে কেবা বা বণিতে পারে তাহা । শ্ৰী শ্ৰীনিবাসের এই নদীয়া-গমন । যে করে শ্রবণ, তারে মিলে ভক্তিধন । শ্রীনিবাস-অচির্য্যে-চরণ চিন্তা করি । ভক্তিরত্নীকর কহে দাস-নরহরি ॥ + ॥ ইতি শ্ৰীভক্তিরত্নাকরে শ্ৰীশ্ৰীনিবাসচার্য্যচরিতবর্ণনে তন্নীলাচলগমনং পুনগোঁড়াগমনং নাম তৃতীয়স্তরঙ্গঃ 尔可怜 |尝|9|米|