ভক্তিরত্নাকর। চতুর্থ তরঙ্গ । জয় নবদ্বীপচন্দ্র শচীর নন্দন । অনাথের নাথ ভক্তজনের জীবন ৷ জয় নিত্য নন্দ পদ্মাবতীর তনয় । ভুবনপাবন প্ৰভু অতিদয়াময় ॥ জয় জয় গদাধর মাধবনন্দন ৷ জয় জয় শ্ৰীবাসাদি প্রভুভক্তগণ ॥ জয় জয় শ্রোতাগণ গুণের অালয় । এবে যে কহিয়ে শুন হইয়! সদয় ॥ নবদ্বীপপ্রান্তে শ্ৰীনিবাস ব্যগ্র হঞ করয়ে ক্ৰন্দন নবদ্বীপ-পানে চাঞ। ॥ বৃক্ষমূলে বসিয়া রহিল কতক্ষণ। অনেক যতনে কৈল ধৈর্য্যাবলম্বন ॥ নবদ্বীপে গৌরাঙ্গের বিলাস আশ্চৰ্য্য। সে সব ভাবিতে পুনঃ হইল অধৈৰ্য্য নপদ্বীপ-প্রবেশিতে দেখে চমৎকার । ভক্তগোষ্ঠী সহ প্রভুর প্রকটবিহার ॥ পরম অদ্ভুত গৌরাঙ্গের গুণগাই। নবদ্বীপাঙ্গন সব করে ধাওয়া ধাই ॥ ভুবনমঙ্গল সঙ্কীৰ্ত্তন ঘরে ঘরে । আনন্দের নদী বহে নদীয়ানগরে i) দেখি তাত্মবিস্মরিত হৈল শ্রীনিবাস । কে কহিতে পারে বেছে বাঢ়িল উল্লাস ॥ ঐছে কতক্ষণ দেখি, দেখে তার পর। দুঃখের সমুদ্রে সবে ভাসে নিরন্তর ॥ শ্ৰীনিবাস বিস্মিত হইয়া আগে যায় । প্রভুর তালয় কোথা সবারে শুধায় ॥ কেহ কিছু নাহি কহে ভাসে নেত্রজলে । শ্ৰীনিবাস ব্যাকুল হইয়া | ১৬ }
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।