পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ ভক্তিরত্নীকর । [ চতুর্থ তরঙ্গ । পথে চলে। হা হা গৌর-গদাধর প্রাণনাথ বলি। করয়ে ফুৎকার উদ্ধে দুই বাহু তুলি ॥ হা হা প্রভু-নিত্যানন্দাদ্বৈত দয়াময়। এত কহি হৈলা মহা অধৈর্য্যহৃদয় ॥ পাষাণ বিদরে ঐছে করয়ে ক্ৰন্দন । তথা অকস্মাৎ আইলেন একজন ॥ অপূর্ব বালক দেখি বিস্মিত হইয়া। প্রভুর বাড়ীর পথ দিল দেখাইয়া ॥ বাড়ীর নিকটে গিয়া চাহি চারি পানে । কাষ্ঠের পুতলিপ্রায় রহে এক স্থানে ॥ শ্রবংশীবদন দেখি বিনা পরিচয় । মনে বিচারয়ে শ্রীনিবাস এ নিশ্চয় ॥ নিকটে । আসিয়া পরিচয় জিজ্ঞাসিল । শ্রীনিবাস আদ্যোপান্ত সব নিবেদিল ॥ শ্রবংশীবদন ধরি করিলেন কোলে । শ্রীনিবাসে সিক্ত কৈল নিজ-নেত্রজলে ৷ শ্ৰীনিবাল ভূমে পড়ি চাহে প্ৰণমিতে । শ্ৰীঠাকুর-বংশী না ছড়িয়ে কোলে হৈতে ॥ ( স্ত্রীঈশ্বরী বিষ্ণুপ্রিয়া-মায়ে ':' .ত (১)। চলিলেন ঐবংশীবদন সাবহিতে ( ২ ) ॥ এথা বিষ্ণুপ্রিয়া প্রিয়-দাসী প্রতি কয় । দেখিলু স্বপন কহি, মনে যে অtছয় ॥ ভুবনমোহন প্রভু মোর প্রাণপতি। আইলা আমার আগে কি মধুর গতি ॥ কামের গরবনাশে সে রূপের ছটা । তাহে কি উপমা ছার বিজুরীর ঘট। ৷ কিবা চারু-চন্দনে চর্চিত সব তনু । শরদের চাদ বঁটি লেপিয়াছে যন্ত ॥ ভূষণে ভূষিত সে বসন পর (১) বংশীবধন ঠাকুরনামক একজন বিষ্ণুপ্রিয়ার প্রিয়শিষ্য, ঈশ্বরী বিষ্ণু প্রিয়ামাতাকে জানাইবার জন্য চলিলেন ॥ (২) সাবহিতে,—সাবধানচিত্তে ॥ + যত্ন অর্থাৎ যেন বা যে প্রকার ।