পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। స్చిరి ধানে। লেtভtয় যুবতিলাজ ভয় নাহি মনে ॥ অtহ মরি চাচর চিকন চারু চুলে। কিবা সে সৌরভ তায় কেবা নাহি ভুলে ॥ দুটা আঁখি দীঘল কমলদল জিনি । না ধরে ধৈর্য কেহ দেখি সে চাহনি ॥ আজানুলম্বিত বাহু ভঙ্গী মনোহর । জগৎ মাতীয় কিবা বক্ষঃ পরিসর ॥ সে চাদবদনে অতিমন্দ মন্দ হাসি । না জানি কি অমিয়া বরিষে রাশি রাশি। কত না অাদরে মোরে বসায়ে আসনে । ধীরে ধীরে কহে মোরে মধুর-বচনে ॥ শ্ৰীনিবাসনামে এক ব্রাহ্মণকুমার। পাইল যতেক দুঃখ লেখা নাহি তার ॥ অদ্য আসিবেন তিহ তোমার দর্শনে। আপন জানিয়া কৃপা করিবা তাহানে ॥ ঐছে কত কহি কি আনন্দ প্রকাশিয়া হৈলা আদর্শন দুঃখে বলিনু জাগিয়া ॥ বুঝিনু সে মোর প্রাণনাথ প্রিয় অতি । মনে হেন হয় তার হ’বে শীঘ্ৰ গতি ॥ হেনকালে খ্রবংশীবদন জানাইলা । নীলাচল হৈতে শ্ৰীনিবাস এথা আইলা ॥ শুনি ঈশ্বরীর ইচ্ছা হইল দেখিতে । শ্ৰীনিবাস গেলেন শ্ৰীঈশ্বরী-সাক্ষাতে ॥ প্রেমধারা নেত্ৰেতে বহুয়ে নিরন্তর । ধরণী-লোটtঞ কৈল প্ৰণতি বিস্তর ॥ শ্ৰীনিবাস প্ৰণময়ে শুনিয়া ঈশ্বরী। দাড়াইল সঙ্গোপনে গৌরাঙ্গস্মঙরি। প্রভুর বিচ্ছেদ-দাবানলে জ্বলে হিয়। তথাপি উল্লাস শ্ৰীনিবাসে নিরখিয়া । বাৎসল্যানুগ্রহে কহি মধুর-বচন । শ্ৰীনিবাস-মস্তকে দিলেন শ্ৰীচরণ ॥ শ্ৰীমহাপ্রসাদ ভুঞ্জাইতে আজ্ঞা দিয়া ৷ হইলেন স্তব্ধ নেত্রজলে ভাসে হিয়া । শ্রনি