পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిస్చి8 ভক্তিরত্ন কর । [ চকুর্থ তরঙ্গ । বাসে দিল কেহ প্রসাদ বিরলে। পাইলা প্রসাদ, সিক্ত হৈয়। নেত্রজলে ॥ প্রতিদিন শ্ৰীনিবাস করয়ে দর্শন, ঈশ্বরীর ক্রিয়া যৈছে না হয় বর্ণন ॥ প্রভুর বিচ্ছেদে নিদ্রা তেজিল নেত্ৰেতে। কদাচিৎ নিদ্র হৈলে শয়ন-ভূমিতে ৷ কনক জিনিয়া অঙ্গ সে অতিমলিন । কৃষ্ণচতুর্দশার শরীর প্রায় ক্ষীণ ॥ হরিনামসস্থ্যা পূর্ণ তণ্ডুলে করয় । সে তণ্ডুল পাক করি প্রভুকে অপয় ॥ তাহারই কিঞ্চিম্মত্র করয়ে ভক্ষণ । কেহ ন। জীনয়ে কেনে রাখয়ে জীবন ॥ লৈ নিবাসে সন্দর্শন দিয়া দিনে দিনে । যে দশ হইল, তা’ বর্ণিবে কোন জনে ॥ তখনি সে অনুভব কৈল সৰ্ব্বজন । ষ্ট্ৰীনিবাসে কৃপাহেতু এ দেহু ধারণ ॥ শ্ৰীনিবাস-ভাগ্য প্রশংসয়ে সৰ্ব্বজন । ঐনিবাস সম নাই কৃপার ভাজন ॥ স্বপ্রচ্ছলে শচীমাত প্রীনিবাস প্রতি। যে কৃপা করিল, তা বৰ্ণিতে কি শকতি ) নবদ্বীপগ্রামে হৈল এ বাক্য প্রকাশ । তাইলেন গৌরপ্রেমপত্র শ্ৰীনিবাস ॥ শ্ৰীমুরারি শ্ৰীবাস পণ্ডিত-দামোদর। সঞ্জয় বিজয় ব্রহ্মচারী শুক্লাম্বর ॥ দাস-গদাধর তাদি প্রভুপ্রিয়গণ শ্ৰীনিবাসে অনুগ্রহ কৈল সৰ্ব্বজন ॥ যদ্যপি প্রভুবিচ্ছেদে সবে মৃত্যুপ্রায় । তথাপিহ পাইলা সুখ প্রভুর ইচ্ছায় ॥ স্ত্রীনিবাসে অনুগ্রহ করিবার তরে। এ হেতু প্রকট রাখিলেন পরিকরে ॥ (শ্ৰীবাস-গৃহিণী তাদি পতিব্রতাগণ । শ্ৰীনিবাসে যে বাৎসল্য না যায় লিখন । শ্রীনিবাসে রাখি সবে কিছু দিন পরে। আজ্ঞা দিল শীঘ্ৰ বৃন্দাবন যাইবারে ।