পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ ভক্তিরত্নীকর । [ চতুর্থ তরঙ্গ । শ্ৰীনিবাসে যে বাৎসল্য নারি বর্ণিবার। বিদায় করিলা কহি অনেক প্রকার ॥ সবারে বন্দিয়া শ্ৰীনিবাস-মহাশয় । খড়দহ গেল। প্রভু-নিত্যানন্দালয় ॥ শ্ৰীনিবাসে দেখি স্ত্রপরমেশ্বরীদাস। মহাদুঃখী তথাপিহ পাইল উল্লাস ॥ মনে দঢ়াইল এই শ্ৰীনিবাস হয় । নিকটে আসিয়া পাইলেন পরিচয় ॥ খড়দহগ্রামেতে ব্যাপিল এই কথা । আইলেন চাখন্দির শ্রীনিবাস এথা ॥ শ্ৰীনিবাসে দেখিতে উদ্বিগ্ন সৰ্ব্বজন । যথা শ্ৰীনিবাস তথা করিল গমন ॥ এথা শ্ৰীপরমেশ্বরীদাস খ্ৰীনিবাসে। লইয়া গেলেন শীঘ্র প্রভুর আবাসে ॥* স্ত্রীনিবাস ভাসয়ে সদাই নেত্রজলে । / প্রণমি পড়িলা ঈশ্বরীর পদতলে ॥ শ্ৰীবস্থজাহ্নবী বীরভদ্রের সহিত । শ্ৰীনিবাসে দেখিয়া পাইল৷ মহাপ্রীত ॥ যদ্যপি দারুণ দুঃখ সহনে না যায়। তথাপি জন্মিল সুখ সবার হিয়ায় ॥ দিন চারি পাঁচ রছিলেন সেই খানে। শ্ৰীনিবাসে ছাড়িতে না পারে কোন জনে ) সূৰ্য্যদাস গোরিদাস পণ্ডিত-মহেশ । তথা বহু ভক্ত কৃপা করিল অশেষ ॥ (শ্ৰীজাহ্নবী-প্রভু আদি ব্যাকুল অন্তরে। আজ্ঞা করিলেন বৃন্দাবন যাইবারে ৷ শ্ৰীবস্থজাহ্নবী পুনঃ স্নেহাবেশে কয়। শীঘ্ৰ যাবে অভিরাম গোপাল-আলয় ) শ্ৰীনিবাস প্ৰণমিয়া হইলা বিদায়। নিরন্তর ভাসে দুই নেত্রের ধারায় ॥ নিত্যানন্দ-গুণে মহাব্যাকুল হইলা । তার ইচ্ছামতে নান রহস্য দেখিলা ৷ শ্ৰীনিবাস সে আনন্দ-সমুদ্রে ভাসিল । অভিরাম-নিকটে যাইতে যাত্র কৈল ॥ অতি অনুরাগে পথে