পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5डूर्थ उतत्र । ] ভক্তিরত্নীকর । ১২৭ করয়ে গমন । বীরলোক যাইতে সঙ্গী হৈল একজন ॥ প্রাচীন ব্রাহ্মণ খানাকুলে তার ঘর। শ্ৰীনিবাসে জিজ্ঞাসয়ে প্রসন্ন অন্তর ॥ কি নাম তোমার বাপ যাইবা কোথায়। শ্ৰীনিবাস নিবেদিল প্ৰণমিয়া তায় ॥ শুনি বিপ্ৰ কহয়ে বিহবল হৈয়া প্রেমে । শুনিলু তোমার কথা খড়দহগ্রামে ॥ আইস বাপু শ্ৰীনিবাস তোমা’ করি কোলে । এত কহি কোলে লৈয়া ভাসে নেত্রঞ্জলে ॥ শ্ৰীঠাকুর-অভিরাম গুণের আলয় । তোমারে করিবে অনুগ্রহ অতিশয় ॥ অভিরাম-গোস্বামির প্রতাপ প্রচণ্ড। র্যারো দেখি কাপে সদা দুৰ্জয় পাষণ্ড ॥ নিত্যানন্দ-অাবেশে উন্মত্ত নিরন্তর । জগতে বিদিত র্যার কৃপা মনোহর ॥ অহে শ্ৰীনিবাস কত কহিব তোমারে । জীব-উদ্ধারিতে অবতীর্ণ বিপ্ৰ-ঘরে ৷ সৰ্ব্বশাস্ত্রে পণ্ডিত পরম-মনোরম ৷ নৃত্য গীত বাদ্যে বিশারদ নিরুপম ॥ প্রভুনিত্যানন্দ বলরামের ইচ্ছাতে । করিল বিবাহ বিজ্ঞ বিপ্রের গৃহেতে ॥ (শ্ৰীঅভিরামের পত্নী নাম শ্ৰীমালিনী । তাহার প্রভাব যত কহিতে না জানি। অহে শ্ৰীনিবাস শ্ৰীঠাকুর-অভিরাম। কৃষ্ণলীলাকালে এই প্রসিদ্ধ শ্ৰীদাম ॥ এবে সেই পূৰ্ব্বক্রিয়াদ্বারে ব্যক্ত হৈলা । কোন ভূত্যে শ্ৰীদামরূপেতে দেখা দিলা ॥ ঐঠাকুর-অভিরাম প্রেমমূৰ্ত্তিময়। সৰ্ব্বলোকে পূজ্য যশঃ কেবা না ঘুষয় ॥ তথাহি তচ্ছাখা-শ্ৰীবেদগৰ্বচার্য্যকৃতপদ্যে ৷