পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ペb" ভক্তিরত্নাকর । | চতুর্থ তরঙ্গ । শ্ৰীদামাখ্যং পুর। প্রেমমূৰ্ত্তিং বিপ্রশিরোমণিং। শ্ৰীমালিনীপত্তিং পূজ্যমভিরামমহং ভজে ॥ ) , অহে শ্ৰীনিবাস কি অপূর্ব তার রীত। শ্ৰীবিগ্রহসেব লাগি হৈল৷ উৎকণ্ঠিত ৷ গোপীনাথ স্বপ্ন-ছলে সাক্ষাং হইল । এথা মোর স্থিতি কহি স্থান দেখাইলা ॥ সেই স্থান খনন করিয়৷ অভিরাম । পাইলেন গোপীনাথ মূর্তি অনুপম | সৰ্ব্বত্র হইল ধ্বনি ধায় সৰ্ব্বলোক । করিতেই দর্শন পাসরে দুঃখ শোক ॥ গোপীনাথ প্রকট কুণ্ডের দিব্য জল । স্নান পানে সবে হৈলা আনন্দে বিহ্বল ॥ রামকুণ্ড বলি খ্যাতি হইল তাহার। লোক-গতায়াত যত সীমা নাই তার ॥ (মালিনী শ্ৰীঅভিরাম নিজগণ' লৈয় । শ্ৰীগোপীনাথের সেবা করে হর্ষ হৈয়া মধ্যে মধ্যে প্রভু-নিত্যানন্দগণ সনে। আইসেন প্রিয়-অভিরামের ভবনে ॥ একদিন প্রেমানন্দে মত্ত অভিরাম । ক ম এন সে ভঙ্গিমা তালুপাম ॥ সখ্যরসাবেশে বংশী বজাইতে চায় । ইতি উতি ফিরে নিজ-বংশী নাহি পায় ॥ শতাধিক লোকে ঘরে নারে চলাইতে । হেন কাষ্ঠে বংশী করি ধরিলেন হাতে ॥ তাহ দেখি সবে মহাবিস্মিত হইল। মধ্যে মধ্যে ঐছে তার অলৌকিক-লীলা ॥ এবে নিত্যানন্দ বলরাম-আদর্শনে। সদা দীর্ঘশ্বাস, কথা নাহি কারু সনে ॥ সে অতিদুর্গম-চেষ্টা বুঝে ভাগ্যবান । দেখিব: সাক্ষাতে বাপু হ’ব। সাবধান ॥ এত কহি বিপ্ৰ অতিস্নেহযুক্ত হৈয়া ! স্ত্রীতাভিরামের বড় দিল দেখাইয়া ।