পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । ১২৯ ক্লনিবাস করি বি প্র-চরণবন্দন । করিলেন নিত্যানন্দচন্দ্রের স্মরণ ঈশ্বরীর আজ্ঞাবল হৃদয়ে ধরিয়া । শ্ৰীঅভিরামের গৃহে উত্তরিলা গিয়। প্রণতি করিয়া বহিদ্বারেতে রহিল । বীরলোকে ক্রীনিবাস-গমন ব্যাপিল ॥ অভিরাম-ঠাকুর ঐ প্রভুর বিরহে । সদা প্রেমাবেশে কারে কিছুই না কহে ॥ ঐনিবাস আইল জনি হাসে মন্দ মন্দ। পরীক্ষা করিব সনে কৈল অনুবন্ধ ॥ দশ কড়া কড়ি দিল নিৰ্ব্বাহ করিতে । ইহঁ স্থাযোগ্য দ্রব্য কিনিল তাহতে ॥ তথা দারুকেশ্বরনদীর তীরে গেল । রন্ধন করিয়া কৃষ্ণে ভোগ স - শিলা ॥ হেনকালে ঠাকুর পাঠাইল চারিজন । র্তীরে দেখে ঐ নিবাস উল্লসিত মন ৷ প্ৰণমিয়। চারিজনে তাহা ভুঞ্জাইলা । আপনিও সেই মহাপ্রসাদ পাইলা ॥ শ্ৰীনিবাস-চরিত্রে সবার হর্ম হয়। ঠাকুরে কহয়ে আইলাম তৃপ্ত হৈয়া ॥ - এ সব পরীক্ষা তাদ্যে শিক্ষা করাইতে । শ্রীনিবাসে অনাইল আপন সাক্ষাতে ॥ ঐ জয়মঙ্গলনামে চাবুক তাহার । শ্ৰীনিবাস-অঙ্গে স্পর্শাইল। তিনবার সনের উল্লাসে সে চাবুক স্পর্শাইয়। খল খল হাসে শ্রীনবাসে কিছু কৈয় ॥ প্রেমাবেশে পুনঃ সে চাবুক স্পর্শাইতে । শ্ৰীমালিনীদেবী আমি ধরিলেন হাতে ॥ মালিনী কহয়ে ধৈর্য্য ধরহ গোসাঞি। কৈলা অনুগ্রহ যে তাহার সীমা নাই ৷ শ্ৰীনিবাস বালক নারিবে স্থির হৈতে । প্রেমে মত্ত হৈলে কাৰ্য্য সাধিবে কি মতে ॥ ঐছে পরস্পর কহি প্রদন্নহিয়ায় । দোহে হস্ত [ >१ ]