পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

96 - ভক্তিরত্নীকর । [ চতুর্থ তরঙ্গ । ধরে শ্ৰীনিবাসের মাথায় । শ্রীনিবাস পড়িল৷ দেtহীর পদতলে । দেহে তোলাইয়া সিক্ত কৈল নেত্রজলে ॥ দেহে যত স্নেহ কৈলা শ্ৰীনিবাস প্রতি। সে সকল কহিতে কি আমার শকতি ॥ সমপিয়া রাধা গোপীনাথের চরণে । দোহে আজ্ঞা দিলেন যাইতে বৃন্দাবনে ॥) শ্ৰীকৃষ্ণনগর খানাকুলবাসী যত । খ্ৰীনিবাসে দেখি স্নেহ বাঢ়ে অবিরত ॥ সৰ্ব্ববৈষ্ণবের স্থানে হইয়া বিদায়। শ্ৰীখণ্ডে আইল পুনঃ ব্যাকুলহিয়ায় ৷ শ্ৰীঠাকুর-নরহরি ত্রীরঘুনন্দন । শ্ৰীনিবাসে দেখি কৈল গাঢ় আলিঙ্গন ॥ পুছিলেন সকল বৃত্তান্ত ধীরে ধীরে । নিবেদিল শ্ৰীনিবাস ভাসি নেত্রনীরে ॥ ঠাকুরঐনরহরি শ্রীরঘুনন্দন। অনুমতি দিলেন যাইতে বৃন্দাবন ॥ শ্ৰীনিবাসে ঠাকুর লইয়া পুনঃ কোলে । ছাড়িতে ন পারয়ে ভাসয়ে নেত্রজলে ॥ পথের সন্ধান সব দিলেন কহিয়া । বিদায়ের কালেতে বিদীর্ণ হৈল হিয়া । শ্ৰীঠাকুর-নরহরি ঐীরঘুনন্দনে । দোহে প্ৰণমিয়া যাত্র কৈল শুভক্ষণে ॥ যৈছে পথে চলে তাহা না হয় বর্ণন । যাজি গ্রামে গিয়া কৈল মাতার দর্শন ॥ সকল বৃত্তান্ত নিবেদিয়া তার আগে । শীঘ্ৰ বৃন্দাবন যাইবারে আজ্ঞা মাগে ৷ শুনিয়া মাতার চিত্ত ব্যাকুল হইল । শ্ৰীনিবাসে নিষেধ করিতে না পারিল ৷ দিন পাঁচ সাত পুত্রে যত্নেতে রাখিল । খ্ৰীনিবাস অtশ্বাসিয়া বিদায় হইলা ॥ পুনঃ পুনঃ প্ৰণমিয়। মায়ের চরণে চলিলেন মিলি গ্রামবাসী সৰ্ব্বজনে ॥, অগ্রহtয়ণ শুক্ল-দ্বিতীয়ায় গৃহ হৈতে রছিলেন