চতুর্থ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । :్ఫరి কত দূরে কার চেষ্টামতে ॥ অগ্রদ্বীপ আদি গ্রামে ভক্ত ঘরে ঘরে। বিদায় হইয় আইলা কণ্টকনগরে ৷ মহাপ্ৰভু কৈল যথা সন্ন্যাসগ্রহণ। তথা প্রেমাবেশে কৈল অনেক ক্ৰন্দন ॥ তথা হৈতে ত্বরায় যাইয়া মৌড়েশ্বর । শিবের দর্শনে হৈল প্রসন্ন অন্তর ॥ তথা জনগণ শ্রীনিবাসে নিবেদিলা । যৈছে সর্পভয়ে প্রভু পরিত্রাণ কৈল ॥ কুণ্ডলিদমনস্থান দেখি শ্ৰীনিবাস। প্রভু-নিত্যানন্দ বলি ছাড়ে দীর্ঘশ্বাস ॥ সৰ্ব্বচিত্তাকর্মী শ্ৰীনিবাস বিজ্ঞবর । একচক্রা গেল। যথ হাড়ো ওঝা-ঘর ॥ তথা প্রবেশিতে শ্বেতদ্বীপ হৈল জ্ঞান । নেত্র ভরি দেখে নিত্যানন্দ-জন্মস্থান ॥ নিত্যানন্দ-প্রভু যথা কৈল রামলীল। সে সকল স্থান দেখি ব্যাকুল হইলা ॥ উৰ্দ্ধবাহু করি নিত্যানন্দগুণ গায়। নিরন্তর ভাসে দুই নেত্রের ধারায় ॥ ধূলায় ধূসর-অঙ্গ ভূমিতে লোটায়। প্রভু-ইচ্ছামতে নিদ্রা করিল সহায় ॥ স্বপ্নচ্ছলে সাক্ষাৎ দেখয়ে মহারঙ্গ । বিহরয়ে নিত্যানন্দ সঙ্গিগণ-সঙ্গ ॥ প্রভুগণ-সহ শোভা করিয়া দর্শন । বাঢ়িল আনন্দ জুড়াইল নেত্ৰ মন ॥ নিদ্রাভঙ্গ হইলে দুঃখ হইল অশেষ। প্রভু কৈল বৃন্দাবন-গমনে আদেশ ॥ শ্ৰীনিবাস একচক্রাগ্রামে নমস্করি । চলিলেন নিত্যানন্দচরণ সোঙরি ॥ যে যে গ্রামে দিয়া শ্ৰীনিবাস চলি যায় । সে সকল গ্রামবাসী দেখিবারে ধtয় ॥ নানা যত্ন করে সবে কিছু ভুঞ্জাইতে । শ্ৰীনিবাস করেন সবার সুখ যাতে ॥ কত দিনে গয়াক্ষেত্রে উত্তরিল গিয়া। বিষ্ণুপাদপদ্ম দেখে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।