পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ভক্তিরত্নাকর । [ প্রথম তরঙ্গ । কৃপাপাত্র প্রেমের স্বরূপ ৷ খ্ৰীনিবাসাচাৰ্য্য-ঠাকুরের শাখাগণ । ভক্তিরসময় সবে বিদিত ভুবন । এ সবার নামামৃত ছইব বিস্তার। গণ সহ গৌরাঙ্গ সর্বস্ব এ সবার। পুনঃ পুনঃ নিবেদিয়ে শুন বন্ধুগণ। করহ সৰ্ব্বস্ব কৃষ্ণচৈতন্যচরণ ॥ প্রভুতে অনন্য ঘেঁহো প্ৰভু তার বশ ॥ জগৎ ব্যাপিল এই প্রভুর স্বযশ ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্যপ্ৰভু ভক্তের জীবন। ভক্ত বিনা প্রভুর অন্যত্র নাহি মন ॥ প্রভুর ইচ্ছায়ে ভক্ত জন্মে স্থানে স্থানে । সময় পাইয়া প্রভু মিলে ভক্তসনে ॥ প্ৰভু ভক্ত মিলনবিলাস দোহাকার । বিবিধ প্রকারে বর্ণিলেন বিজ্ঞবর ॥ যে যে রূপে বর্ণিল সে সব সত্য হয় । ইথে যে কুতর্ক করে সেই যায় ক্ষয় ॥ যদি কহ একবাক্যে দেখি ভিন্ন রীতি । সে হো’ক কল্পান্তর ভেদ জান স্থসঙ্গতি। প্রভুইচ্ছা হৈতে ভক্ত-ইচ্ছা বলবান। প্রভু সে করিতে জানে ভক্তের সম্মান ॥ কোন ভক্ত আসিয়া মিলয়ে প্রভুসনে। কোন ভক্তে প্রভু গিয়া মিলে ভক্তস্থানে ॥ শ্ৰীগোপালভটে প্রভু দক্ষিণে মিলিলা । মহা অনুগ্রহে আপনাকে জানাইলা ॥ সংক্ষেপে কহিয়ে এথা ভট্টবিবরণ। শ্ৰীগোপালভট্ট হন বেঙ্কটনন্দন ॥ ঐবেঙ্কটভট্টের নিবাস দক্ষিণেতে। বিশিষ্ট ব্রাহ্মণ বিজ্ঞ সকল শাস্ত্রেতে ॥ ত্রিমল্ল বেঙ্কট আর শ্রীপ্রবৈাধানন্দ । এ তিন ভ্রাতার প্রাণধন গৌরচন্দ্র ৷ লক্ষীনারায়ণ-উপাসক এ পূৰ্ব্বেতে। রাধাকৃষ্ণরসে মত্ত প্রভুর কৃপাতে। দক্ষিণ