পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి ভক্তিরত্নাকর। { চকুর্থ তরঙ্গ । প্রেমাবিষ্ট হৈয়া ॥ তথা মহাপ্রভু পুরীশ্বরের মিলন । সে সব সোঙরি নেত্রে ধারা অনুক্ষণ। কিবা স্ত্রী পুরুষ যেবা দেখে শ্ৰীনিবাসে ॥ সে হয় অধৈৰ্য্য সদা নেত্রজলে ভাসে ॥ কিবা মধ্য-যৌবন পরমানন্দময় । দেখিলে বারেক সঙ্গ ছাড়িতে নারয় ॥ এইরূপ সৰ্ব্বচিত্ত করি আকর্ষণ । কাশী গিয়া দেখে চন্দ্রশেখর-ভবন ৷ তথা চন্দ্রশেখরের শিষ্য-মহাশয় । শ্ৰীনিবাসে দেখি হৈল আনন্দহুদয় ॥ পরিচয় পাইয়৷ প্রেমে অধৈর্য্য হইলা । খ্ৰীনিবাসে কোলে করি কান্দিতে লাগিল ॥ প্রভূর যেখানে স্থিতি, তাহ দেখাইয়া। দুই চারি দিবস ৪।খল যত্ন পঞ ॥ কাশীতে যে ছিল প্রভুঅনুগত জন । র্ত। সবার সহ তথা হইল মিলন ৷ বিদায় হইয়া অতি-ত্ব রয়ে চলিলা । অযোধ্যা প্রয়াগ দেখি প্রেমাবিষ্ট হৈলা ৷ তথা হৈতে ব্রজে চলিলেন শ্ৰীনিবাস । উপজয়ে অন্তরে অনেক অভিলাষ ॥ রূপ-সনাতন-প{{দপদ্ম হৃদে ধরি। মথুরানগরে প্রবেশিল। তাড়াতাড়ি । কংস মারি বিশ্রাম করি: কৃষ্ণ যথা । সেই ঐবিশ্রামঘট উত্তরিলা তথা ॥ দুই চারি বিপ্ৰ তাইসেন সেই পণে । ত্রীবৃন্দাবনের কথা কহিতে কহিতে ॥ কেহ কহে সহে কি এতেক বিড়ম্বন। কি সুখ খাইতে আছে, এ ছার জীবন ॥ ঈশ্বরের ইচ্ছা কিছু বুঝ নাহি যায় । ক্রমে ক্রমে রত্নশূন্য হইল এথায় ৷ নীলাচলে শ্ৰীকৃষ্ণচৈতন্যমৰ্পেশ্বর ৷ হইলেন সকলের নেত্র-অগোচর ॥ সে অতিদুঃসহ বাক্য করিয়া শ্রবণ। কাশীশ্বর-গোস্বামী হইল৷