পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ। ] ভক্তিরত্নীকর । , `වච් সঙ্গোপন । রঘুনাথ ভট্ট ভাগবত-বক্তা যেহ। প্রভুর বিয়োগে আদর্শন হৈলা তিহ। এই কত দিনে শ্ৰীগোসাঞি-সনাতন। মে। সবার নেত্ৰ হৈতে হৈল অদর্শন ॥ এবে অপ্রকট হৈল। ঐীরুপগোসাঞি । দেখিয়া আইনু সে দুঃখের সীমা নাঞি ॥ ঐগোপালভট্ট রঘুনাথ আদি যত । বিচ্ছে দাগ্নি-জ্বালায় জ্বলিছে তাবিরত ॥ মো সবার ভাগ্য মন্দ বুঝিনু এখানে । নহিলে এ স্ত্রখে দুঃখ দেখি কি নয়নে ॥ এইরূপ অনেক অক্ষেপ করি যায় । শ্ৰীনিবাস ব্যগ্ৰ হৈয়া জিজ্ঞাসিল তায় ॥ সনাতন রূপ তা প্ৰকট-বিবরণ ॥ তিহু শ্ৰীনিবাসে কহে করিয়া ক্ৰন্দন ॥ শুনি শ্ৰীনিবাস ভাসিলেন নেত্রজলে । মূচ্ছিত হইয়া পড়িলেন ভূমিতলে ॥ হয় হয়ে কি শুনিমু বলি পুনঃ উঠে। ধূলায় ধূসর-অঙ্গ পুনঃ মহী-লুঠে ৷ পুনঃ কহে হা হা প্ৰভু রূপ সনাতন । যে অধম-প্রতি কেনে হইলে এমন ॥ না দেখিলু শ্রীচরণ মা পূরিল আশ । এত কহি নখে বক্ষঃ চিরে ক্রীনিবাস ৷ দেখিয় ধরিল হস্ত মাথুর-ব্রহ্মণ। কৈল বহু যত্ন প্রাণ-রক্ষার কারণ ॥ মথুরানিবাসী সবে হইল বিস্মিত । করিল প্রবেধ বহু ন হৈল সম্মত ॥ শ্ৰীনিবাস প্ৰণমিয়া মাথুর-ব্রহ্মণে। উলটি চলিল পুনঃ পূৰ্ব্বদেশ-পানে । মনে বিচারয়ে গৌড়ক্ষেত্রে প্রভুগণ সবে অজ্ঞ কৈল শীঘ্র যাহ বৃন্দাবন ॥ এই ংে কৈল আজ্ঞ, তাহা না বুঝিনু । ভাগ্যহীন তেঞি শীঘ্ৰ আসিতে নারিনু ॥ দারুণ বিধাতা কৈল এত বিড়ম্বন । তথাপিহ পাপদেহে আছয়ে জীবন ॥