পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 98 ভক্তিরত্নাকর । [ চতুর্থ তরঙ্গ । ঐছে বিচরিতে দুই নেত্রে ধারা বয় । নিঃশব্দ হইয়া পুনঃ আৰ্ত্তনাদে কয় ॥ অহে সনাতন রূপ গুণের সাগর, রঘুনাথভট্ট শ্রীপণ্ডিত-কাশীশ্বর ॥ শুনিলাম তোমরা পরমকৃপাময়। মো হেন দুঃখিরে কেনে হইলে নির্দয় ॥ ঐছে কত কহয়ে ছাড়িতে চাহে প্রাণ ৷ পড়ে অঙ্গ-অtছাড়ি, না জানে স্থানাস্থান ॥ এইরূপ কত দূর যাইতে রাত্রি হৈল । পথে এক বৃক্ষ দেখি তথাই রহিল ॥ করয়ে বিলাপ অঁতিব্যাকুল অন্তরে । সে সব শুনিতে দারু পাষাণ বিদরে । নিকটস্থ গ্রামবাসী লোক তাহা শুনি । যেরূপ হইলা তাহা কহিতে না জানি ॥ শ্ৰীনিবাস জাগে রাত্রি করিয়া ক্ৰন্দন। প্রভূইচ্ছামতে হৈল নিদ্রা তাকর্ষণ ॥ সনাতন রূপ ত্যাদি অতিকৃপাবান। স্বপ্নচ্ছলে হৈলা শ্ৰীনিবাসে বিদ্যমান ॥ পরম অপূৰ্ব্ব শোভা গোস্বামী সবার । দেখি শ্ৰীনিবাস-চিত্তে আনন্দ অপার ॥ পুলকে ব্যাপিল অঙ্গ ভাসে নেত্রজলে। ভূমে .লোটাইয়া পড়িলেন পদতলে ॥ শ্ৰীনিবাস-মাথে সবে চরণ আপিল । আলিঙ্গিয়া বিবিধ প্রকারে প্রবেধিলা ॥ শ্রীনিবাস তনুক্ষীণ দেখি বীর বার । শ্ৰীহস্ত বুলনি অঙ্গে নেত্রে অশ্রুধার ॥ পুনঃ শ্ৰীগোস্বামী খ্ৰীনিবাস-মুখ চাঞ।। কহয়ে মধুর কথা প্রেমাবিষ্ট হঞা । আহে বাপ শ্ৰীনিবাস কহিতে কি হয় । এবে নহে তোমার এ বিষাদসময় ॥ মে সহ অভিন্ন শ্ৰীগোপাল ভট্ট হন। র্তার স্থানে কর গিয়া শ্ৰীমন্ত্রগ্রহণ ॥ করিমু যে গ্রন্থগণ সে সব লইয়া । অতি অবিলম্বে গৌড়ে