পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిSు ভক্তিরত্নীকর । | চতুর্থ তরঙ্গ । মণ্ডলে শীঘ্র করা’বে গমন । তিহু বিতরিবে লোকে গ্ৰন্থরত্নগণ ॥ তার কি বলিল শ্ৰীনিবাদের দ্বারায় । সাধিবে অনেক কাৰ্য্য প্রভু-গৌররায়। শ্ৰী জীবের প্রতি ঐছে অনেক কহিয়া। শ্ৰীগোপালভট্ট-গোস্বামিরে কহে গিয়া ॥ অইল তোমার শ্ৰীনিবাস গোঁড় হৈতে। পাইল অনেক দুঃখ না পারি কহিতে ॥ তারে শিষ্য করি, তার জুড়াইবে প্রাণ। ঐছে বহু কহি হইলেন অন্তৰ্দ্ধান ॥ প্রভাতসময়ে ঐছে তাদেশ পাইয়া। রূপ সনাতন বলি উঠয়ে কান্দিয়া । হেনই সময়ে স্ত্রীজীবের আগমন। তারে দেখি কৈলা কিছু ধৈর্য্যাবলম্বন ৷ প্ৰণময়ে শ্ৰী জীব ভাসয়ে নেত্রজলে । শ্ৰীভট-গোস্বামী শ্ৰী জীবেরে লৈল কোলে ॥ নয়নের জলে পিক্ত কৈল তার দেহ । গুমড়য়ে হিয়া, না ধরিতে পারে থেহ ॥ পরস্পর স্বপ্নাদেশ কহিতে কহিতে । যে দশা হইল, তাহা নারি বিপরিতে ॥ কতক্ষণে ঐভট্টগোস্বামী স্থির হৈয়া । শ্রী জীবে করিলা স্থির অনেক কহিয়া ॥ রাধারমণের সিংহাসন যাত্রী হন । এ হেতু হইয়া ব্যস্ত করে আয়োজন ॥ শ্ৰী জীব প্রণমি পুনঃ ভট্ট-গোস্বামিরে । চলিলেন শীঘ্ৰ করি আপন কুটীরে ৷ শ্ৰীনিবাস লাগি অতি উৎকণ্ঠ বাঢ়িল। শ্ৰীনিবাস-গমন সৰ্ব্বত্র জানাইল ॥ কতক্ষণে অলিবেন এই মনে হয় । ক্ষণে ক্ষণে গিয়া পথপানে নিরীর্থয় ॥ এথা শ্ৰীনিবাস তাতি উদ্বিগ্ন হইয়। নিরীথয়ে শোভা বৃন্দাবনে প্রবেশিয়া ॥ নানা পুষ্পপুঞ্জে মঞ্জু ভ্রমর