পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ । ] ভক্তিরত্নীকর । క9్న গুঞ্জরে । স্থানে স্থানে ময়ুর ময়ূরী নৃত্য করে । কোকিলাদি পক্ষী শুব্দ করে রসায়ন । চারিদিকে ফিরে মুগ আদি পশুগণ ॥ নানা বৃক্ষ লতায় বেষ্টিত মনোহর। দেখিতে এ সব নেত্রে অশ্রু নিরস্তর ॥ ব্রজবালি-বৈষ্ণবের অtলয় দেখিলা । স্ত্রীগোবিদদেবের মন্দিরপাশে গেলা ॥ গোবিন্দের দর্শন করিয়া সন্ধ্যাকালে । আনন্দে উমড়ে হিয়া, ভাসে নেত্রজলে ॥ প্রেমাৰিষ্ট হৈয়া ভূমে পড়ি গড়ি যায়। রহিলেন এক ভিতে প্রভুর ইচ্ছায় ॥ মহালোকভীড় সন্ধ্যাআরতিসময় । শ্রীনিবাসে ক্রীজীবগোস্বামী অন্বেষয় ॥ স্ত্রীনিবাস এক ভিতে অচ্ছেন পড়িয় । অকস্মাৎ সেই স্থানে প্রবেশিল গিয় ॥ ভাবের বিকার দেখি শ্রীজীব-গোসাঞি { এই শ্রীনিবাস জানি রহে সেই ঠাঞি ॥ ভাব-সম্বরণ হইলেন কতক্ষণে । ভূমে হৈতে তুলিলেন শ্ৰীজীব আপনে ॥ শ্ৰীনিবাল নিজ-নেত্রজলে সিক্ত হৈয় । স্ত্রীজীব-গোসাঞিপদে পড়ে প্রণমিয় ॥ ঐঙ্গীব ব্যাকুল হৈয়া স্লমধুর ভাষে । দুই বাহু পসারি ধরিলা শ্ৰীনিবাসে ॥ দৃঢ় আলিঙ্গিয় বন্ধু বলি সম্বোধয় । বিনা জিজ্ঞাসায় পাইলেন পরিচয় ॥ পরম্পর মিলনেতে যে আনন্দ হৈল । তাহ বিস্তারিয়া এথা বণিতে নারিল ॥ শ্ৰীকৃষ্ণ-পণ্ডিত শ্রীচৈতন্য-পরিকর । শ্ৰীনিবাসে দেখি তার আনন্দ অন্তর ॥ একমুখে তার গুণ কহন না হয় । তিহ গোবিন্দের অধিকারী সে সময় ৷ শ্ৰীনিবাসে ইমহাপ্রসাদ ভুঞ্জাইঞ। প্রসাদ তাম্বুল মাল দিল যত্ব { سb<]