X8 e ভক্তিরত্নীকর । চকুর্থ তরঙ্গ । শ্ৰীচরণ। বসিতে কহিল, কহি সস্নেহবচন ॥ পুনঃ প্রনিবাসে সমাচার জিজ্ঞাসিল । শ্ৰীনিবাস আদ্যোপায় সব নিবেদিল ॥ শুনিয়া গোস্বামী অতিব্যাকুল অন্তরে । মহাদুঃখ পাইলা কহয়ে বারে বারে। পুনঃ শ্ৰীনিবাসের সৌভাগ্য প্রশংসিল । সনাতন রূপ স্বপ্নাবেশে জানাইল ॥ ঐ জীবগোস্বামী গোস্বামির কথা শুনি । অবসর মতে কহে হুমধুর বাণী ॥ শ্ৰীনিবাস দীক্ষাহেতু ব্যাকুলছিয়ায় । গোস্বামির অনুমতি হৈল দ্বিতীয়tয়৷ শ্ৰী জীবগোস্বামী মহামনের উল্লালে। শ্রীরাধারমণে দেখাইল শ্ৰীনিবাসে ॥ শ্রীরাধারমণমূৰ্ত্তি অতিমনোহর। ভাগ্যবন্ত জনের সে নয়নগোচর ॥ অতিস্লমধুর ভঙ্গী বিদিত ভুবনে । প্রকট-সময়ে মহানন্দ বৃন্দাবনে ॥ প্রকটপ্রসঙ্গ শুন কহিয়ে কিঞ্চিৎ । ত্রীরাধারমণ ভট্ট-গোস্বামিবিদিত ॥ শ্ৰীগৌরাঙ্গদেব আজ্ঞা দিল গোস্বামিরে । শালগ্রাম হৈতে তুমি দেখিবে হরিরে ॥ গৌরাঙ্গ-অাদেশে ভট্ট শ্রীরূপে প্রকাশে । রূপগোস্বামিহ তবে কহে প্রেমাবেশে । শ্ৰীগোবিন্দদেব হন সৰ্ব্বস্ব তোমার । তথাপি পৃথক্ সেবা কর ইচ্ছা তার ॥ তবে কত দিন পর শালগ্রাম হৈতে। আপনি প্রকট হৈলা লোকের বিদিতে ॥ কে বুঝিতে পারে ঐগোস্বামির আশয় হৈলা কি অপূর্ব ভঙ্গী ভুবনবিজয় ॥ শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহন । ক্রমে এ তিনের যুগ বক্ষঃ শ্রীচরণ ॥ - তিন প্রভু একত্র দর্শন এক ঠাঞি। ঐছে পরিপাটী
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।