পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] ভক্তিরত্নীকর .* ভ্রমণকালে প্ৰভু গৌররায় । ভট্টগৃহে চারিমাল আনন্দে গোঙায় চৈতন্যচন্দ্রের চারু দক্ষিণভ্রমণ। চৈতন্যচরিতামৃতে বিশেষ বর্ণন ॥ গোপালভটের নাম অব্যক্ত তথায় । বেঙ্কটভট্টের বংশ ঐছে উক্ত তায় ॥ - তথাহি শ্রীচৈতন্যচরিতামৃতে ॥ শ্ৰীবৈষ্ণব এক স্ত্রী বেঙ্কটভট্ট নাম। প্রভুর নিমন্ত্রণ কৈল করিয়া সম্মান ॥ নিজঘরে লৈয়া কৈল পাদপ্রক্ষালন । সে জল বংশের সহ করিল ভক্ষণ ॥ অন্যত্র ব্যক্ত গোপাল বেঙ্কটতনয় । প্রভু-পাদোদক পানে হৈল প্রেমোদয় ॥ করয়ে যতন কত স্থির হৈতে নারে। বিপুল পুলক, অঙ্গে ঝলমল করে ॥ কিবা গোপালের শোভা সৰ্ব্বাঙ্গ সুন্দর। জিনিয়া চম্পক চারু বর্ণ মনোহর ॥ কিবা মুখপদ্ম দীর্ঘ নয়নযুগল । কিবা ভুরু ভাল নাসা তিলক উজ্জ্বল ॥ শ্রীতিযুগ গণ্ড কিবা গ্রীবার বলনি। কিবা বাহু বক্ষঃ পীন ক্ষীণ মাজা খানী ॥ কিবা জানু জঙ্ঘাযুগ চরণ ললাম। পরিধেয় বসন ভূষণ অনুপম ॥ তিলে তিলে গোপালের বাঢ়য়ে সৌন্দর্য । দেখিয়া অদ্ভুত তেজঃ কেবা ধরে ধৈর্য্য ৷ নিজগৃহে শ্ৰীগোপাল প্রাণনাথে পাইয়া । পিতার আজ্ঞায় সেবে মহাহৃষ্ট হইয়া ॥ - তথাহি প্রাচীনৈরুক্তং । , বন্দে শ্ৰীভট্টগোপালং দ্বিজেন্দ্রং বেঙ্কটাত্মজং । ক্রীচৈতন্যপ্রভোঃ সেবানিযুক্তঞ্চ নিজালয়ে ॥