পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ8२. ভক্তিরত্নীকর । [ চতুর্থ তরঙ্গ । আচরি। শ্ৰীগোপালভট্ট-গোসাঞি জানি অভিলাষ। স্বয়ং রূপ শ্ৰীগোপালে করিলা প্রকাশ ॥ সগণ উৎসব করি অভিষেক কৈল । স্ত্রীরাধারমণসেবা প্রকট হইল ॥ মন্দির করিয়া নিজ-সেবা করি দিল । অতি-বিলক্ষণ তাহা কহিল .নহিল ॥ ঐছে রাধারমণের প্রকটবিষয়। অল্পে জানাইমু ইথে সৰ্ব্বমুখোদয় ॥ শ্রীরাধারমণ ভট্ট-গোপালের প্রাণ। তাহ বিনা শয়নে স্বপনে নাহি আন ॥ ঐীরাধারমণ-শোত পিয়ে নেত্র ভরি । শ্ৰীগোপালভট্টগুণ-অনঙ্গমঞ্জরী ॥ তথাহি শ্ৰীগৌরগণেীদেশদীপি কtয়tং । ১৮৪ শ্লোকঃ ॥ অনঙ্গমঞ্জরী যাসীং সাদ্য গোপালভট্টকঃ । ভট্ট-গোস্বামিনং কেচিদtহুঃ শ্ৰীগুণমঞ্জরীং ॥ রাধারমণের রূপে গুণে মত্ত হৈয় । নানা পুষ্পবেশ করে অনুমতি পাইয়। ॥ সেবায় পরমানন্দ বাঢ়ে ক্ষণে ক্ষণে । শ্ৰীগৌরচন্দ্রের সেবা সদা পড়ে মনে ॥ নিজ-গৃহে পিতার অtঙ্কায় গোরাচান্দে । সেবিলেন সোঙরি ধৈর্য নাহি বান্ধে ! হইয়া বিহবল ভালে নেত্রের ধারায় । ঘন ঘন শ্রীরাধারমণপানে চয় ॥ গোপালের প্রেমাধীন স্ত্রীরাধারমণ। শ্ৰীগৌরসুন্দরমূৰ্ত্তি হৈলা সেই ক্ষণ ॥ নবীন বয়স বেশ ভুবন মাতায় । মুরুছে মদনকোটি রূপের ছটায় ॥ শোভা নিরখিতে হিয়া জানন্দে উথলে । কি দেখিতু বলিয়া পড়য়ে মহীতলে ৷