পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর । ১৪৩ বিপুল পুলক আঁখি জলে ভাসি যায় ॥ স্ত্রীরাধারমণ গোরাচাদগুণ গায়. শ্ৰীগোপালভটের যে অভিলাষ মনে । ঐরাধারমণ পূর্ণ করে ক্ষণে ক্ষণে ॥ জগতে বিদিত অতিনিরুপম রীতি । শ্রীরাধারমণ গোপালের প্রাণপতি ॥ হেন রাধারমণের দর্শন করিয়া । শ্ৰীনিবাস ভূমিতলে পড়ে প্রণমিয়া ॥ ভালয়ে নয়নজলে নারে স্থির হৈতে। কহিতে মনের কথা কত উঠে চিতে । শ্রীরাধারমণে আত্মনিবেদন করি। করিলা দর্শন কতক্ষণ ধৈর্য্য ধরি ॥ শ্রীজীবগোস্বামী প্রিয়-শ্ৰীনিবাসে লৈয়া । চলিলেন শ্রীরাধারমণে প্ৰণমিয়া ॥ লোকনাথ ভূগৰ্ত্তগোস্বামী পাশে গেল। তথা শ্ৰীনিবাসের গমন জানাইলা ॥ যদ্যপি দোহার অতি-ব্যাকুলহৃদয়। ঐনিবাস আইলা শুনি হৈল হর্ষে(দয় ॥ শ্ৰীনিবাস বন্দিলেন দেহের চরণ । দেহে অতিবাৎসল্যে কৈল আলিঙ্গন ॥ কোলে হৈতে ছাড়িতে মীরয়ে প্রেমাবেশে । নেত্রজলে সিক্ত করিলেন শ্রীনিবাসে ॥ শ্রীরাধাবিনোদ-পাদপদ্মে সমপিল । দোহে শ্ৰীনিবাসে অতি অনুগ্রহ কৈল ॥ শ্ৰীনিবাস শ্রীরাধাবিনোদ-দরশনে । যৈছে প্রেমাবেশ তা’ বর্ণিবে কোন জনে ॥ শ্ৰীনিবাসে লইয়া ঐ জীব সেই ক্ষণ । করিলেন গিয়া গোপীনাথের দর্শন ৷ ঐনিবাস শ্ৰীগোপীনাথের দরশনে হইল। অধৈৰ্য্য, ধারা বহে দু’নয়নে ॥ তথা শ্ৰীপরমানন্দ শ্ৰীমধুপণ্ডিত । শ্ৰীনিবাসে দেখি সবে হৈলা উল্লাসিত ॥ করিল{ যতেক স্নেহ না হয় বর্ণন । তথা হৈতে দেখে গিয়া, মদন