S88 ভক্তিরত্নাকর। [ চতুর্থ তরঙ্গ । মোহন। শ্ৰীনিবাস মদনমোহনে নিরখিয়া। না ধরে ধৈর্য প্রেমে উথলয়ে হিয়া ॥ o মদনগোপালে প্রণময়ে বার বার। মুখ বুক বহিয়া পড়য়ে অশ্রদ্ধার ॥ শ্ৰীনিবাস স্থির হইলেন কতক্ষণে । ঐ জীবগোস্বামী মিলাইলা সবা’ সনে ॥ কৃষ্ণদাস-ব্রহ্মচারী আদি যত জন । সবে প্রেমাবেশে কৈল দৃঢ় আলিঙ্গন ॥ শ্ৰীনিবাস সবার চরণে প্ৰণমিল । সবে শ্ৰীনিবাসে মহা অনুগ্রহ কৈল ॥ সনাতনগোস্বামির সমাধি দর্শনে । শ্ৰীনিবাসে লইয়া চলিলা সৰ্ব্বজনে ॥ সনাতনগোস্বামির সমাধি দেখিয়া । শ্ৰীনিবাস পড়িলেন ভূমে লোটাইয়া ॥ শ্ৰীনিবাস হৈলা যৈছে না হয় বর্ণন । ঐনিব{স-কান্দনে কান্দয়ে সৰ্ব্বজন ॥ সবে অতিশয় স্নেহ করি শ্ৰীনিবাসে । করিল প্রবোধ কত সুমধুর ভাষে । শ্ৰীজীবগোস্বামী শ্ৰীনিবাসেরে লইয়া। আইল আপন বাসা অতিহৃষ্ট হৈয়া ॥ কল্য প্রাতঃকালে শ্ৰীনিবাসে শ্ৰীগোসাঞি । করিবেন শিষ্য জানাইলা সৰ্ব্বঠাঞি ॥ শ্ৰীনিবাস আপনার ভাগ্য প্রশংসিল । সে দিবস বিবিধ প্রসঙ্গে গেtঙাইল ॥ তার পরদিন স্নান করি শ্রীনিবাস । শ্রীজীবের সঙ্গে গেলা গোস্বামির পাশ ॥ এথা ভট্ট-গোস্বামী পরমপ্রেমময় । রাধারমণের পরিচর্য্যাদি করয় ॥ শ্রীজীবগোস্বামী গোস্বামিরে প্ৰণমিয়া। শ্ৰীনিবাস-প্রসঙ্গ কহিলা হর্ষ হৈয়া ॥ শ্ৰীনিবাস গোস্বামিচরণে প্রণময় । দেখি গোস্বামির হৈল প্রসন্নছদয় ॥ শ্ৰীনিবাসে ঐরাধারমণ-সন্নিধানে। করিলেন শিষ্য অতি
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।