পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। እ8ማ দেহা দেখি নেত্ৰে বহে অশ্রুধীর । স্বাভাবিক প্রেমোদয় হইল দোহার ॥ শ্ৰীনিবাস কহে বিধি সদয় হইল । মরোত্তম হেন রত্ন আনি মিলাইল ॥ ঐছে কত কহে স্নেহে বিবশ হইয়া। সে সব শুনিতে কার না জুড়ায় হিয়া ॥ নরোত্তমে আলিঙ্গন করে বারে বারে। শ্ৰীনিবাস কোলে হৈতে ছাড়িতে মা পারে ॥ শ্ৰীসীতামাতার বাক্য করিয়া স্মরণ । কতক্ষণে কৈলাচাৰ্য্য ধৈর্য্যাবলম্বন ॥) নরোত্তম শ্ৰীনিবাসাচার্য্যে প্রণমিয়া। করিল অনেক দৈন্য অশ্রুযুক্ত হৈয়া ॥ শ্ৰীনিবাসীচাৰ্য্য নরোত্তম-প্রেমময়। সর্বত্র ব্যাপিল এই দোহার প্রণয় ॥ নরোত্তম মহানন্দে নিমগ্ন হইল । প্রভু-লোকনাথ-পদে আত্মমমপিল ॥ নরোত্তম-চেষ্টা দেখি প্রভু-লোকনাথ । দীক্ষামন্ত্র দিয়া সুখে কৈলা আত্মসাত ॥ শ্ৰীগোপালভট্ট আদি সর্বে কৃপ। কৈল । শ্ৰী জীব-গোস্বামী পাঠারম্ভ করাইল ॥ অল্পদিনে বহু শাস্ত্র হৈল অধ্যয়ন । দেখি হেন শক্তি প্রশংসয়ে সৰ্ব্বজন ॥ অন্যের দুর্গম ঐছে প্রকাশে আশয়। ঐ জীব‘গোস্বামী সদা হৰ্ষ অতিশয় ॥ সৰ্ব্বত্রেই সবার লইয়া অনুমতি । নরোত্তমে দিলেন “শ্ৰীমহাশয়” খ্যাতি ॥ বৃন্দাবনে আনন্দ হইল সবাকার । শ্ৰীজীবের স্নেহ যত নারি বর্ণিবার ॥ শ্ৰীনিবাস নরোত্তম প্রেমের ভাজন । শ্ৰীজীবের যেন দুই বছি ছুই জন ॥ শ্রীরূপ সনাতনগুণে মগ্ন হইয়া । সদা ভক্তিরস অস্বাদয়ে দেtহ লৈয় ॥ এ সব শুনিতে যার প্রসন্ন সন্তর । তারে ভক্তিরত্ন দেন প্রভু-বিশ্বম্ভর ॥ শ্ৰীনিবাদ