পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর। পঞ্চম তরঙ্গ । س--- سده ه * * * e --سس--س জয় জয় শ্ৰীগৌরগোবিন্দ সৰ্ব্বেশ্বর । জয় জয় নিত্যানন্দদেব হলধর ॥ জয় শ্ৰীঅদ্বৈত ভক্তিদাতা-শিরোমণি । জয় ঐ পণ্ডিত-গদাধর প্রেমখনি ৷ জয় জয় শ্ৰীবাসপণ্ডিত দীনবন্ধু। জয় সনাতন রূপ করুণার সিন্ধু ॥ জয় দয়াময় শ্ৰীপ্রভুর ভক্তগণ । অনুগ্রহ কর সবে লইনু শরণ ॥ জয় জয় শ্রোতাগণ গুণের আলিয়। এবে যে কহিয়ে শুন হুইয়া সদয় ॥ শ্ৰীনিবাসীচার্য্য নরোত্তম-মহাশয়ে । স্ত্রীজীবের স্নেহ যৈছে কহিল ন হ’য়ে ॥ একদিন শ্রীজীব-গোস্বামী কৈল মনে । দোহে পাঠাইব শীঘ্ৰ সৰ্ব্বত্র দর্শনে ॥ সঙ্গে কে ষা’বেন মনে ঐছে বিচরিতে । রাঘব-গোসাঞি আইলা গোবৰ্দ্ধন হৈতে ॥ শ্ৰীজীব-গোস্বামী তীরে দেখি হৰ্ষ হৈয়া । জিজ্ঞাপিল কুশল আসনে বসাইয়া ॥ তিহ কহে ব্রজে অামি করিব ভ্রমণ । এই হেতু হৈল শীঘ্ৰ আমার গমন ॥ ঐ জীব কহয়ে ভাল হৈল সর্বমতে । শ্ৰীনিবাস নরোত্তম যা’বেন সঙ্গেতে ॥ শুনি শ্রীরাঘব অতি আনন্দ পাইলা । হেনকালে শ্ৰীনিবাস নরোত্তম আইলা ॥ দুছ প্ৰণমিতে দোহে কৈলা আলিঙ্গন। হইল দেtহীর মহা উল্লাসিত মন ॥ শ্রীজীব-গোস্বামী নরোত্তম শ্ৰীনিবালে। ঐ বনভ্রমণকথা কহিল উল্লাসে ॥ শুনি শ্ৰীনিবাস