পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । '&') জানি স্নেহ করে অতিশয় ॥ প্রদোষ-সময়ে দেহে কহয়ে বিরলে। কৃষ্ণের অশেষ লীলা মথুরামগুলে। মথুরামগুলে রাজা বৰ্জনাভ হৈলা । কৃষ্ণলীলা নামে বহু গ্রাম বসাইলা ॥ ঐবিগ্রহসেবা কৈলা কুণ্ডাদি প্রকাশ । নানারূপে পূর্ণ হৈল র্তার অভিলাষ ॥ কত দিন পরে সব হৈল গুপ্তপ্রায় । তীর্থপ্রসঙ্গাদি কেহ না করে কোথায় ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্র ব্রজেন্দ্রকুমার। মথুরা আইলা হৈলা কৌতুক অপার ॥ করিয়া ভ্রমণ কিছু দিগদৰ্শাইলা । সনাতন রূপদ্বীরে সব প্রকাশিলা ॥ যদ্যপি সে সব স্থান বেদ্য সে দোহার। তথাপি করিলা শাস্ত্ররীত অঙ্গীকার ॥ নাশ শাস্ত্র প্রমাণ করিয়া সঙ্কলন। করিলেন ব্রজেতে ভ্রমণ দুই জন ॥ গুপ্ততীৰ্থ উদ্ধার করিল যত্ন করি। ব্যক্ত কৈল রাধাকৃষ্ণ-রসের মাধুরী ॥ প্রভুপ্রিয় রূপ সনাতনের কৃপায় ॥ মথুরামহিমা এবে সৰ্ব্বলোকে গায় ॥ মথুরামণ্ডল এই বিংশতি যোজনে। যুচয়ে পাতক সব যথা তথা মানে ॥ তথাহি আদিবরাহে ॥ বিংশতির্যোজনানান্ত মাথুরং মম মণ্ডলং । যত্র তত্র নরঃ স্বাতো মুচ্যতে সৰ্ব্বপাতকৈঃ ॥ যৈছে সূর্য্যোদয়ে অন্ধকার দূর করে। যৈছে বজ্রভয়েতে পৰ্ব্বত কঁপে ডরে ॥ গরুড়ে দেখিয়া যৈছে সর্প পায় ভয় । যৈছে মেঘঘটা বায়ুম্পর্শে দূর হয়। যৈছে তত্ত্বজ্ঞানে দুঃখ না রছে কিঞ্চিৎ । সিংহে দেখি যৈছে মৃগ হয়েত কম্পিত ॥