পাতা:ভক্তিরত্নাকর.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । గిసి তরঙ্গে ॥ সকল দেবতা আসি মনুষ্যে মিলয় । সবে কহে শ্ৰীকৃষ্ণুচৈতন্য জয় জয় ॥ ঐছে মথুরায় অতি অন্তত বিলাস । মথুরাতে আর তীর্থ দেখ শ্ৰীনিবাস ॥ এই বিশ্বনাথতীর্থ গোকর্ণখ্য নাম । বিষ্ণুপ্রিয় ভুবনে বিদিত অনুপম ॥ তথাহি সৌরপুরাণে | ". ততো গেী কর্ণতীর্থখ্যং তীৰ্থং ভূবনবিশ্ৰুতং । বিদ্যতে বিশ্বনাথস্য বিষ্ণে রত্যন্ত বল্লভং ॥ - প্রতিদিন এই কৃষ্ণগঙ্গা-স্নান কৈলে । পঞ্চতীর্থ হৈতে দশ গুণ ফল মিলে ॥ তথ{fহ আদিবার (হে । পঞ্চ তীর্থভিষেকাচ্চ যং ফলং লভতে নরঃ । কৃষ্ণগঙ্গদশগুণং দৃশ্যতে তু দিনে দিনে ॥ বৈকুণ্ঠতীর্থ-স্নানেতে মহাফল পায় । সৰ্ব্বপাপে মুক্ত হৈর বিষ্ণুলোকে যায় ॥ তথাহি ত্যাদি বরাহে ॥ - বৈকুণ্ঠতীর্থে যঃ স্নাতি মুচ্যতে সর্বপতকৈঃ। সৰ্ব্বপাপবিনিৰ্ম্ম ক্তে বিষ্ণুলোকং স গচ্ছতি । এই অলিকুণ্ডতীর্থ দেখ শ্ৰীনিবাস । এথা স্নানে বহু ফল পুরাণে প্রকাশ ॥ শ্ৰীবরাহ নারায়ণী লাঙ্গলী বামনে । কুণ্ডে স্নান করিয়ে দেখয়ে চারি জনে ॥ সাগর পর্য্যস্ত তীর্থ যত মথুরায় । সে সকল পরিক্রম। ফল মিলে তায় ॥ - তথাহি আদিবারাহে ॥ ہی۔ - এক বরহসংজ্ঞাচ তথা নারায়ণী পয়া ।