め試8 ভক্তিরত্নাকর । [ পঞ্চমতরঙ্গ । প্রবোধন্যlং যথ। প্রীতস্তথা প্রীতস্ততে ভবেৎ ॥ দেখ শ্ৰীনিবাস রাধাশ্যামকুণ্ড দ্বয়। চতুর্দিকে বুনশোভ মুনীন্দ্রে মোহয় ৷ শ্ৰীকৃষ্ণচৈতন্য বন ভ্রমণ করিয়া । এই তমলের তলে বসিলা আসিয়া ॥ তারিস্টগ্রামীয় লোকগণে জিজ্ঞাসিল । কুণ্ডদ্বয় বার্ভা কেহ কহিতে নারিল ॥ সঙ্গেতে আইল বিপ্র মথুরা হইতে । তারে জিজ্ঞাসিল সেহো ন৷ পারে কহিতে ॥ প্রভু সে সৰ্ব্বজ্ঞ গুপ্ত তীর্থ নিরখয় । দুই ধন্য ক্ষেত্র হইয়াছে কুণ্ডদ্বয় । তথা অল্পজলে স্নান করি হর্ষ চিতে । শ্ৰীকুণ্ডকে স্তুতি করিলেন নানা মতে ॥ লইয়া মৃত্তিক যত্বে তিলক করিল । দেখি গ্রামী লোক মহা বিস্ময় হইল ॥ কেহো কহে এই যে সম্যাগী মহাশয় । কোথ! হৈতে অকস্মাৎ করিল। বিজয় ॥ কেহ কহে আহে ভাই ইহারে দেখিতে । না জানি কি করে হিয়া না পারি বুঝিতে ॥ কেহ কহে মনুষ্য সন্ন্যাসী কভু নয় । কহিতে না পারি মোর মনে যাহা হয় । কেহ কহে ইহার সন্ন্যাসী কহে কে । এইরূপে এই বেশে কৃষ্ণ হয় এ ॥ দেখহ তাহার সাক্ষা নান৷ পক্ষিগণ। নিকটে আসিয়া সবে করয়ে দর্শন । শুক পিক সুখে কৃষ্ণ সম্বোধন করে । নাচয়ে ময়ুর মহাউল্লাস অন্তরে ৷ নানা শব্দ করে পক্ষী কর্ণ রসায়ন । দেখ কি অদ্ভত প্রফুল্লিত বৃক্ষগণ ॥ অহে ভাই এ কপট সন্ন্যাস উপরে। দেখ লতা সহ বৃক্ষ পুষ্পবৃষ্টি করে । হরিণ হরিণীগণ সমীপে আসিয়া । একদৃন্টে রহিয়াছে মুখ পানে চাইয়। " উদ্ধ পুচ্ছে ধাইয়। আইসে ধেনুগণ । চতুর্দিকে বেঢ়ি মুখকরে নিরীক্ষণ ॥ লেখ অনন্দাশ্র ঝরে সবার নয়নে । ইহাতে
পাতা:ভক্তিরত্নাকর.djvu/২০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।