পাতা:ভক্তিরত্নাকর.djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ । ] ভক্তিরত্নীকর । ృషి& সূচায় দেখা হৈল বহু দিনে ॥ অহে ভাই ভাগ্য প্রশংসিয়ে বীরে বরে । হেন রূপে হেন বেশে দেখিলু কৃষ্ণেরে ॥ আহে ভাই এ প্রভু চরণে নমস্কার। লোকে জ্ঞান দিতে বুঝি এই অবতার ॥ কালী গোরী নামে এই ধান্য ক্ষেত কৈলু। ইহার কৃপাতে কুণ্ডদ্বয় সে জানিমু ॥ ঐছে সবে পরস্পর নান। কথা কয় । শ্ৰীদশনামৃত পানে মত্ত অতিশয় ॥ কুও দেখি প্রভুর যে হৈল ভাবাবেশ ॥ ব্রহ্মাদিক বণিতে নরয়ে তাঁর লেশ ॥ আহে শ্ৰীনিবাস ধান্য ক্ষেত্র কুণ্ডদ্বয় । এবে জলে পরিপূর্ণ হৈল অতিশয় ॥ এরূপ হইল যৈছে ধন্যক্ষে ত গিয়া । শুন সে প্রসঙ্গ কহি সংক্ষেপ করিয়া ॥ অকস্মাৎ রঘুনাথ মনে এই হৈল । কুণ্ডদ্বয় জলে পূর্ণ হৈলে হৈত ভtল ॥ অর্থের আকাঙক্ষ কিছু ইহাতে বুঝায়। এত বিচাfরয় হইলেন স্তদ্ধ প্রায় ॥ আপনাকে ধিক্কার করয়ে বার বার কেনে এ বাসন মনে হইল আমার ॥ বিবিধ প্রকারে নিজ যন বুঝাইয়। রহয়ে নির্জনে অতি সাবনান হৈয়া । ভক্ত মনে যে হয় তা না হয় অন্যথা । কৃষ্ণ সে করেন পূর্ণ ভক্ত মনঃকথ। ॥ কোন এক ধনী বদরিকাশ্রমে গির। প্রভুকে দর্শন কৈল বহু মুদ্রা দিয়া ॥ নারায়ণ তীরে অজ্ঞা করিল। স্বপ্নেতে । মুদ্র লৈয়া যাহ ব্রজে অরিট গ্রামেতে । তথা রঘুনাথ দাস বৈষ্ণব প্রধান ॥ তার আগে দিবা মুদ্রা লৈয়। মোর নাম ॥ যদি এই মুদ্রা তেঁহো না করে গ্রহণ। তবে এই কথা তারে করাবে স্মরণ ॥ কুণ্ডদ্বয় জলে স্নান পানের লাগিয়া । কপ্লিয়াছ মনে তা করহ মুদ্র লৈয় ॥ এত কহি বিদায় করিলা সেই ক্ষণে । অtfরূট গ্রামেতে তেঁহ আইল