পাতা:ভক্তিরত্নাকর.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৯৬ ভক্তিরত্ন কর । [ পঞ্চম তরঙ্গ । হর্ষ মনে ॥ রযুনাথ দাস গোস্বাগির আগে গিয়া ভুমে পড়ি প্রণময়ে মুদ্রা ভেট দিয়া ৷ প্ৰভু যৈছে আজিা কৈল সে সব কহিলা । শুনি রঘুনাথ স্তব্ধ হইয়া রহিলা । কত ক্ষণে কহে প্রশংসিয়া বীর বার । শীঘ্ৰ কুণ্ডদ্বয়ের করহ পঙ্কে! দ্ধার ॥ শুনি মহাজন মহা আনন্দ হুইলা । সেই ক্ষণে বহুলোক নিযুক্ত করিলা শীঘ্ৰ কুণ্ডদ্বয় খোদাইল যত্ন মতে ॥ শ্যামকুণ্ড বক্র যৈছে শুন সাবহিতে ॥ শ্যামকুণ্ডতীরে এই বৃক্ষ পুরাতন সবে স্থির কৈল কালি করিব ছেদন ॥ স্বপ্নে রাজা যুধিষ্ঠির কহে রঘুনাপে। বৃক্ষ রূপে মোরা পঞ্চ আছিয়ে এথাতে ॥ কালি প্রতে মানস পীবন ঘটে গিয়া । করিবেন রক্ষা পঞ্চ বৃক্ষ নিরখিয়া । স্বপ্ন দেখি রঘুনাথ রজনি প্রভাতে ॥ দেখে এক বৃক্ষে পঞ্চ বৃক্ষ ক্রম মতে ॥ বৃক্ষের ছেদন সবে বরণ করল । এই হেতু শ্যামকুণ্ড চৌরস রহিল ॥ নিৰ্ম্মল জলেতে পরিপূর্ণ কুণ্ডদ্বয় । দেখ রঘুনাথ হৃষ্ট হৈল অতিশয় ॥ দিবারাত্র রঘুনাথ বৃক্ষ তলে রহে । কুটীর করিতে র্তার কভু ইচ্ছা নহে ॥ এক দিন সনাতন বৃন্দাবন হৈতে। এথা আইলা শ্ৰীগোপালভটের বাসতে ৷ মানস পাবন ঘটি চলিলেন স্নানে । দেখে এক ব্যাঘ্র জল পিয়ে সেই খানে ॥ রঘুনাথ ধ্যানাবেশে আছেন বলিয়া । ব্যাঘ্র বনে গেল। ভার নিকট হইয় ৷ কত ক্ষণে রঘুনাথ চাহে চারি পানে । দেখেন শ্ৰীসনাতন আইসেন মানে ॥ o ভূমিতে পড়িয়া সনাতনে প্রণশিল । সনাতন স্নেহাবেশে অলিঙ্গন কৈল ॥ রঘুনাথ প্রতি স্নেহে কহে ধীরে ধীরে । বৃক্ষতল হৈতে এবে রহিবে কুটীরে ॥ জানাইয়া বিশেষ