পাতা:ভক্তিরত্নাকর.djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমস্ত রঙ্গ ৷ ] ভক্তি রত্নীকর । ❖›ጫ গোসাঞী গেলা স্নানে । কুটীরের আরম্ভ হইল সেই দিনে ॥ অন্য হিত হেতু রঘুনাথ সেই হৈতে। রহিলেন কুটীরে গোসাঞির আজ্ঞামতে অহে শ্ৰীনিবাস রঘুনাথ চেষ্টা যত । এক মুখে তাহা অামি কহিব বা কত ॥ দাসনামে এক ব্ৰজবাসী এখ। রয় । দাসগোস্বামির তারে স্নেহ আতিশয় ॥ তেঁহো এক দিন সখীস্থলী গ্রামে গেল । বৃহৎ পলাশপত্র দেখি তুলি নিলা ॥ দtলগেfস্বtfমর কথা মনে মনে কহে । তায় দিক ত্যাগ কৈলা দারুণ বিরহে ॥ এক দোনা তরু পিয়ে নিয়ম তাহার । ইথে কিছু অতিরিক্ত হইব ত্যাহার ॥ ঐছে মনে করি ঘরে আসি দেন কৈলা । তাহে তক্র লৈয়। রঘুনাথ আগে আইলা ॥ নব্যপত্র দেtণা দেখি জিজ্ঞাসে গোসাঞি । এ বৃহৎ পত্র আজি পাইল কোন ঠাঞি ॥ দ{স কহে সখীস্থলী গেনু গোচারণে পাইয়া উত্তম পত্র অনিলু এখানে ॥ সখীস্থলী নাম শুনি ক্রোধে পূর্ণ হৈল৷ ৷ তক্রসহ দেীন দূরে ফেলাইয়। দিলা ॥ কত ক্ষণে স্থির হৈয়া কহে দাস প্রতি । সে চন্দ্রবলীর গ্রাম ন যা ইব। তথি । ইহা শুনি দাস রজবাসী স্থির হৈয়া । জানিলেন সাধক দেহেতে সিদ্ধ ক্রিয় ॥ এ সবার এই দেহ নিত্যসিদ্ধ হয় | ইথে যে পামর সেই করয়ে সংশয় ॥ অহে শ্ৰীনিবাস এক দিন রঘুনাথ । ভুঞ্জিলেন মানসে প্রসাদি ইন্ধ ভাত ॥ হইল অজীর্ণ দেহ ভার অতিশয় । কৈছে দেহ ভার হৈল কেহ না বুঝয় ॥ শ্ৰীবল্লবপুত্র ঐবিটঠনাথ শুনি । ছই চিকিৎসক লৈয়া আইল আপনি ॥ নাড়ী দেখি চিকিৎসক কহে বার বীর । দুগ্ধ অন্ন খাইল ইহেঁ ইথে দেহ ভার ॥ ঐবিটঠলনাথ কহে হইয়া বিস্ময়। দুগ্ধ অন্ন ইহারে সম্ভব