পাতা:ভক্তিরত্নাকর.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ । ] ভক্তিরত্নাকর । 솔e") দৃষ্টং গোপয়িতুং সমৃদ্ধ রধিয়া যা সুষ্ঠ সন্দশিত। ' রাধায়tঃ প্রণয়স্য হন্ত মহিমা যস্য শ্রিয় রক্ষিতুং । সী শক্য প্রভবিষ্ণুনাপি হরিণ নাসীচ্চতুর্বাহুত ॥ দেহে ক্ষু পৈঠে দ্বিভুজ এ কৌতুক অপার । এই হেতু পৈঠ নাম লোকেতে প্রচার ॥ পৈঠগ্রাম আদি রম্য স্থান দেখাইয়া । গৌরীতীর্থে পণ্ডিত আইল উলটিয়া ॥ পণ্ডিত উল্লাসে কহে দেখ শ্ৰীনিবাস। এই গৌরীতীর্থে হয় অন্তত বিলাস ॥ গৌরী তীর্থে নীপ বৃক্ষর জ মনোহর । নীপকুণ্ড দেখ এই পরম সুন্দর ৷ এই তালিয়োর গ্রাম গিরিসন্নিধানে । এখা যে কৌতুক তা কহিতে কেবা জানে ॥ নন্দাদিক গোপ ইন্দ্রপূজা ত্যাগ করি । কৃষ্ণের কথায় পুজে গোবৰ্দ্ধন গিরি ॥ বিবিধ সামগ্ৰী গোবৰ্দ্ধনে ভোগ দিলা । কৃষ্ণ এক রূপে তথা সকল ভুঞ্জিল। মেঘ হৈতে গভীর বচন উচ্চারয় আনিয়োর আনিয়োর বার বীর কয় ॥ গোপগোপী ভুঞ্জায়েন কৌতুক অপার । এই হেতু আনিয়োর নাম সে ইহার ॥ অন্নকূট স্থান -এই দেখ শ্ৰীনিবাস । এস্থান দর্শনে পূর্ণ হয় অভিলাষ ॥ তথাহি স্তবাবল্যং ব্রজবিলাসে । ৭৫ শ্লোকঃ ॥ ব্রজেন্দ্রবর্য্য পিতভোগমুচ্চৈধৃত্ব। বৃহৎকায়মঘারিরুৎকঃ ॥ বরেণ রাধাং ছলয়ন বিভু ক্তে যত্রান্নকূটং তদহং প্রপদ্যে ৷ এই শ্ৰীগোবিন্দকুণ্ড মহিমা অনেক । এখ। ইন্দ্র কৈল গোবিন্দের অভিষেক ॥

  • পৈঠে অর্থাৎ প্রবেশ করে ।

[ २७]