পাতা:ভক্তিরত্নাকর.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ । ] , ভক্তিরত্নাকর । లి করে হিয়া । অবশ্ব চাহিয়ে তথা পত্রী পাঠাইতে এত কহিতেই পত্রী আইল ব্রজ হৈতে। লিখিলেন পত্রীতে । স্ত্রীরূপ সনাতন । গোপালভট্টের বৃন্দাবন আগমন ॥ শুনি মহাপ্রভুর আনন্দ হৈল অতি গোপালের কথা কিছু কহে । সব প্রতি"। " দক্ষিণ-ভ্রমণে অতি আনন্দ অন্তরে । চারিমাস রহিনু বেঙ্কটভট্ট-ঘরে ॥ গোপালভট্ট বেঙ্কটভটের নন্দন । । অল্পকালে সকল শাস্ত্রেতে বিচক্ষণ ॥ পাইয়া পিতার আজ্ঞা । গোপাল উল্লাসে । করিল আমার সেবা অশেষ বিশেষে ॥ পরমদয়ালু কৃষ্ণ তারে কৃপা কৈলা । সেই এ গোপালভট্ট বৃন্দাবনে আইলা ॥ প্রাণের সমান মোর রূপ সনাতন । তাহার গমনমাত্রে লিখিলা লিখন ॥ শুনিয়া প্রভুর অতিমধুর বচন । পরম আনন্দে পূর্ণ হৈলা ভক্তগণ ॥ রূপ সনাতনগুণে প্রভু মগ্ন হৈয়। বৃন্দাবনে পত্রী পাঠায়েন যত্ন পাইয়া ॥ লিখয়ে পত্রীতে প্রিয় রূপ সনাতনে। পাইল আনন্দ গোপীলের আগমনে ॥ নিজ-ভ্রাতা সম ভট্ট-গোপীলে জানিবে ৷ ” মধ্যে মধ্যে শুভ সমাচার পাঠাইবে ॥ যে যে গ্রন্থ বর্ণিলী বর্ণিবা যত আর । অচিরে সে সব হ’বে সৰ্ব্বত্র প্রচার ॥ গ্রন্থরত্ব বিতরণ করিবেন ঘেঁহ । বুঝি কৃষ্ণ-ইচ্ছায় প্রকট হৈল তেঁহ ॥ ঐছে পত্রী পরিধেয় বস্ত্রাদিক দিয়া । শীঘ্র সে মনুষ্যে পাঠাইলা হৃষ্ট হৈয়া । তিহু বৃন্দাবনে গোস্বtমির পশি গেলা । স্ত্রীডোর কোঁপীন বহির্বাস পত্রী দিলা ॥ বৃন্দাবনে যে জানন্দ হইল সবার । সে সকল বিস্তারি না