< o 9 ভক্তিরত্নীকর । [ পঞ্চমতরঙ্গ । স্কন্দে মথুরাখণ্ডে ॥ গোবৰ্দ্ধনশ্চ ভগবান যত্র গোবৰ্দ্ধনে ধৃতঃ । রক্ষিত। যাদবাঃ সৰ্ব্বে ইন্দ্রবৃষ্টিনিবারণtৎ ॥ অহো গোবৰ্দ্ধনং বিষ্ণুর্যত্র তিষ্ঠতি সৰ্ব্বদা । তত্ৰে ব্ৰহ্মা শিবো লক্ষীর্বসত্যেব ন সংশয়ঃ ॥ আদিবারাহে ॥ গোবৰ্দ্ধনং পরিক্রম্য দৃষ্ট দেবং হরিং প্রভুং । রাজসূয়াশ্বমেধাভ্যাং ফলং প্রাপ্রোত্যসংশয়ঃ ॥ আছে ক্রীনিবাস গোবৰ্দ্ধন সন্নিধানে। ছিল। এক বিপ্র অর্থবস্ত সবে জানে ॥ তেঁহো সদা বিহবল বলাই চাদে প্রীত । নিরন্তর চিন্তে বলরামের চরিত ॥ অবশ্য দিবেন দেখা দঢ়াইয়। মনে । করয়ে ভ্রমণ এই গোবৰ্দ্ধন বনে ॥ বিপ্রের সৌভাগ্য কিছু কহনে না যায়। অকস্মাৎ হৈল অজ্ঞা মিলিব তোমায় ॥ নিত্যানন্দ রাম প্রিয়ভক্তের কারণে । তীর্থ পর্য্যটন রঙ্গে আইলা গোবৰ্দ্ধনে ॥ এথাই রহিল আলি দেখিয়া নির্জন । সর্বচিত্তাকর্ষে মূৰ্ত্তি কন্দৰ্প মোহন ॥ দূরে দেখি সেই বিপ্ৰ চিন্তে মনে মনে। কোথা হৈতে অবধূত আইলা এখানে ॥ করিল বিপিন আলো অঙ্গের ছটায় । এ নহে মনুষ্য মাত্র মনুষ্যের প্রায় ৷ হবে মনোরথ সিদ্ধি ইহার কৃপাতে ॥ এত বিচারিয়া বিপ্র নারে স্থির হৈতে ॥ দধি দুগ্ধ ছেন নবনীত আদি লৈয়া। প্রভু আগে আলি কিছু কহে প্ৰণমিয়া ॥ অহে অৰধুত মোর এই নিবেদন । কৃপা কর দেখি যেন রোহিণীনন্দন ॥ কর অঙ্গীকার মুঞি যে কিছু অনিল । শুনি প্রভু হালি মহকৌতুকে ভুঞ্জিল ॥ অবশেষ লৈয়া বিপ্ৰ নিজস্থানে গেলা ।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/২১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।