পাতা:ভক্তিরত্নাকর.djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ | ] ভক্তিরত্নাকর । ২০৭ করিতে ভক্ষণ প্রেমে বিহ্বল হইলা ॥ পুন আর প্রভু আগে যাইতে নারিল । প্রায় সন্ধ্য সময়েতে নিদ্রা আকৰ্ষিল ॥ । স্বপ্রচ্ছলে প্ৰভু নিত্যানন্দ দেখা দিলা । দেখি অবধূতচন্দ্রে বিপ্র হর্ষ হৈলা ॥ বলদেব মূৰ্ত্তি প্ৰভু হৈলা সেই ক্ষণে । বিপ্ৰ লোটাইয় পড়ে প্রভুর চরণে ॥ কিবা বলদেব মূৰ্ত্তি ভুবনমোহন । ঝল মল করে অঙ্গে নানা অtভরণ ॥ বিপ্রে অনুগ্রহ করি আদর্শন হৈতে। নিদ্রা ভঙ্গ হৈল বিপ্র চাহে চারি ভিতে ॥ যথা প্ৰভু অবধূতে করিলা দর্শন । তথাই চলয়ে শীঘ্রস্থির নহে মন ॥ হৈল দৈববাণী ধৈর্য্য ধরহ এখনে এথা হৈতে যাবে তথা রজনি বিহানে ॥ শুনি বিপ্ৰ মনে মনে করয়ে বিচার। হইল সফল অtশ। যে ছিল আমার ॥ পাইনু প্রভুরে এবে না দিব ছাড়িয় । ঘুচাইব এই বেশ চরণে পড়িয়া ॥ রজনি প্রভাতে আনাইয়া স্বর্ণকার । পরাইব প্রভুরে বিবিধ অলস্কার ॥ এত কহিতেই নিদ্র। কৈল আকর্ষণ। স্বপ্নচ্ছলে নিত্যনন্দ দিলা দরশন ॥ বিবিধ ভূষণেতে ভূষিত কলেবর । দেখি বিপ্ররাজ স্তুতি করয়ে বিস্তর ॥ প্রভু অন্তৰ্দ্ধান হৈলে নিদ্রা ভঙ্গ হৈল । প্রাতে প্রভু আগে গিয়া সব জানাইল ॥ মন্দ মন্দ হালি প্রভু বিপ্র করে ধরি। জানাইলা সৰ্ব্বতত্ত্ব অনুগ্রহ করি। বিপ্র প্রতি কহে পুন মধুর বচনে । অলঙ্কার পরাইতে করিয়াছ মনে ॥ বিপ্র কহে যে দেখিমু প্রভুর ভূষণ । তা সম নিৰ্ম্মাণ করে কে আছে এমন ॥ ভক্তাধীন প্রভু কহে কত দিন পরে। অবশ্য ভূষিত হব নানা অলঙ্কারে ॥ এবে এ অপূর্ব গোবৰ্দ্ধনের শিলায়। স্বর্ণ বদ্ধ করি দেহ রাখিব গলায় ॥ স্বর্ণ বদ্ধ করি বিপ্ৰ শিলা দিলা আনি । রাখিল গলায় অবধৌত