পাতা:ভক্তিরত্নাকর.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》● ভক্তিরত্ন কর । [ °फ़अछङ्गन्न ! এই দেখ উদ্ধব বসিয়া এই খানে । কৃষ্ণকথা কহে দ্বারকার প্রিয়াগণে ॥ এই গোবৰ্দ্ধন পাশে কৃষ্ণ মহারঙ্গে। খেলয়ে বিবিধ খেলা গোপগণ সঙ্গে ॥ দেখ রামকৃষ্ণ দুই ভাই এই খানে বসিলেন বেষ্টিত হইয়া সখাগণে ॥ এত কহি পণ্ডিত লইয়া শ্ৰীনিবাসে। রাধাকুগুতীরে গেলা মনের উল্লাসে ॥ শ্ৰীগোবিন্দঘাট গোবিন্দের প্রিয় অতি । তথা স্নান করি কহে শ্ৰীনিবাস প্রতি ॥ আহে শ্ৰীনিবাস এই বৃক্ষের তলায় ৷ হইল যে রঙ্গ তাহা কহিয়ে তোমায় ॥ একদিন সনাতন গোবৰ্দ্ধন হৈতে। এথা আইলা রূপ রঘুনাখেবে দেখিতে ॥ শ্রীরূপগোস্বামী পদ্য করয়ে রচনা । বেণীর উপমা দিল ব্যালাঙ্গন ফণী ॥ সনাতন গোস্বামী দেখিয়া কিছু কয়। দিলা এ উপমা ইহা হয় বা না হয় ॥ এত কহি আসিয়া নামিল কুঞ্জজলে । দেখয়ে বালিকাগণ খেলে বৃক্ষতলে ॥ বালিকা মস্তকে বেণী পিঠেতে লোটায় । সনাক্তন দেখে সৰ্প ভ্ৰম হৈল তায় ॥ বালিকার প্রতি কহে অভিব্যগ্ৰ হৈয়। মাথায় চড়য়ে সর্প পৃষ্ঠদেশ দিয়া ॥ অবোধ বালিকাগণ হও সাবধান । এত কহি নিবারিতে করিলা পয়ান ॥ সনাতনে অতিশয় ব্যাকুল দেখিয় । অন্তৰ্দ্ধান হৈলা সবে ঈষৎ হাসিয়া ॥ সনাতন বিহবল হইল। এই খানে । স্থির হইয়া গেল। রূপ গোস্বামিয় স্থানে ॥ রূপে কহে যে লিখিল। সেই সত্য হয়। ঐ রূপ জানিল সনাতনের হৃদয় ॥ মনের আনন্দে স্ত্রীগোস্বামী সনাতন । কতক্ষণ রছিরা গেলেন গোবৰ্দ্ধন ॥ স্ত্ররূপ গোস্বামীহ গেলেন বৃন্দাবনে । কৰি কিছু আসিয়া ছিলেন যে কারণে ॥ ললিত