পাতা:ভক্তিরত্নাকর.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•श्ञउब्रज 1 ] ভক্তিরত্নীকর । ২১৩ নাম যৈছে হয় ৷ এথা হোলি খেলি দেহে বৈসে সিংহাসনে । সখী দুহু বস্ত্রে গাঠি দিলা সঙ্গোপনে ॥ সিংহাসন হৈতে দোহে উঠিলা যখন । দেখয়ে বসনে গাঠি হাসি সর্থীগণ ৷ হইল কৌতুক অতি দোহে লজ্জা পাইলা । ফাগুয়া লইয়া কেহ গাঁঠি খুলি দিলা । এ হেতু গাঠুলি এ গুলাল কুণ্ডজলে । এবে ফাগু দেখে লোক বসন্তের কালে ॥ এত কহি গোপীলের দর্শনে চলিলা । দেখি গোপালের সৌন্দর্য্যাধৈর্য্য হইলা ॥ বিটঠলের সেবা কৃষ্ণচৈতন্যবিগ্রহ । তাহার দর্শনে হৈল পরম আগ্রহ ॥ শ্ৰীবিটঠলনাথভট্ট বল্লভতনয় । করিল। যতেক প্রীতি কহিল না হয় ॥ মধ্যে মধ্যে গোপালের গাঠুলিতে বাস। সর্বমতে পূর্ণ করে ভক্ত অভিলাষ ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্য সন্ন্যাসির শিরোমণি । র্যার তীর্থপর্য্যটনে ধন্য এ ধরণি ॥ মথুরা স্ত্রীবৃন্দ|বন কুণ্ড গোবৰ্দ্ধনে । যে লীলা প্রকাশে তা দেখয়ে ভাগ্যবানে ॥ ভক্তভাবে প্রভু না লঙ্ঘয়ে গোবৰ্দ্ধন । ইচ্ছা হৈল গোপালের করিতে দর্শন । গাঠুলী গ্রামে গোপাল আইলা ছল করি । র্তারে দেখি নৃত্য গীতে মগ্ন গৌরহরি ॥ শ্ৰীমহাপ্রভুর অলৌকিক প্রেমাবেশ। দেখিতেই কারু না রহিল ধৈর্য্য লেশ ॥ সে সময়ে গোপালের সেবা অধিকারী । সেই দুই বিপ্র যারে শিষ্য কৈলা পুরী। মাধবেন্দ্র কৃপাতে গৌড়িয়। বিপ্র দ্বয় । বৈরাগ্যে প্রবল প্রেমভক্তি রসময় ॥ কহিতে কি সে দুই বিপ্রের অদর্শনে । কথো দিন সেবে কোন ভাগ্যবন্ত জনে ॥ শ্ৰীদাসগোস্বামী আদি পরামর্শ করি । শ্ৰীবিটঠলেশ্বরে কৈলা সেবা অধিকারী ॥ পিতা শ্ৰীবল্লভভট্ট তার অদর্শনে । কথোদিন মথুরায় ছিলেন নির্জনে ॥ পরম বিহ্বল গৌরচন্দ্রের