পাতা:ভক্তিরত্নাকর.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さ>や ভক্তিরত্নীকর [ श्iंभ्रष्ठङ्गश्रतः । বিমলকুণ্ডের কথা কহা নাহি যায়। এথা ঐবিমলাদেী রহেন সদায় ॥ দেখহ যশোদাকুণ্ড পরম নিৰ্ম্মল এথা গোচরয়ে কৃষ্ণ হইয়া বিহবল ৷ দেখহ নারদকুণ্ড নারদ এখানে । হৈল মহা অধৈর্য্য কৃষ্ণের লীলা গানে ॥ এই যে কামনাকুণ্ড জানে সৰ্ব্বজন এথা পূর্ণ হয় সব মনের কামনা ৷ এই সেতুবন্ধকুণ্ড ইথে বহু কথা । সমুদ্র বন্ধন লীলা কৈল কৃষ্ণ এথা ॥ এই লুকলুকানী মিচলি স্থান হয়। এথা রাধাকৃষ্ণের বিলাস অতিশয় ॥ মিচলীর অর্থ নেত্র মুদ্রিত এখানে । লুক লুকানিতে সুখ বাঢ়ে লুক্কায়নে ॥ লুকলুকানী মিচলীকুণ্ড স্থশোভয় । এ অতি নিবিড় বন অন্ধকার ময় ॥ দেখ কাশীকুণ্ড গয়া প্রয়াগ পুষ্কর। গোমতী দ্বার কাকুণ্ড নির্জন সুন্দর ॥ এই তপকুণ্ড মুনি তপস্যার স্থান । এই ধ্যানকুণ্ড কৃষ্ণ কৈলা রাধtধ্যান ॥ শ্ৰীচরণচিহ্ন দেখ পৰ্ব্বত উপরে। এই ড্রীড়াকুণ্ডে কৃষ্ণ জলক্রীড়া করে ৷ শ্ৰীদামাদি পঞ্চ গোপকুণ্ড মনোহর। ঘোষরাণীকুণ্ড এই পরম স্থন্দর ॥ ঘোষরাণী যশোধর গোপের দুহিতা । গোপরাজ কন্যার বিবাহ দিলা এথা ॥ দেখহ বিহবলকুণ্ড রাই” এই খানে ৷ হইল। বিহবল কৃষ্ণ মুরলীর গানে ॥ এই শ্যামকুণ্ড এথা শাম রসময় । রাধিকার পথ পানে নিরখিয়া রয় ॥ শ্ৰীললিতাকুণ্ড এ বিশাখাকুণ্ড নাম। এখা দোহে পূর্ণ কৈলা কৃষ্ণ মনস্কাম ॥ দেখ মানকুণ্ড রাধা মানিনী এথায় । মামভঙ্গ কৈল কঞ্চ কৌতুক কথায় ৷ এ মোহিনীকুণ্ডে কৃষ্ণ মোহিনী হইলা । যে মোহিনীরূপে স্বধা প্রদান করিলা ; দেখ এ দেtহনীকুণ্ড গোদোহন স্থান । বলভদ্রকুণ্ড এই ব্রহ্মার নিৰ্মাণ । এই সূৰ্য্যকুণ্ড কৃষ্ণকুণ্ড সন্নিধানে। কৃষ্ণে স্ততি