পাতা:ভক্তিরত্নাকর.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ ।] ভক্তিরত্নাকর । ২১৭ কৈল সূৰ্য্য রহি এই খানে ॥ চন্দ্রসেন পৰ্ব্বতে এ পিছলিনি শিলা, এথা সখা সহ কৃষ্ণ থেলে এই খেল ৷ ভঙ্গিতে বলিয়া খর্ব পৰ্ব্বত উপরে। পিছলি নাময়ে ঐছে পুনঃ পুনঃ কয়ে ॥ দেখ গোপিকারমণ কামসরোবর । কে বর্ণিব এথা যে বিলাস মনোহর ॥ তথাহি স্কন্দে মথুরাখণ্ডে ॥ তত্ৰ কামসরে রাজন গোপিকারমণং সরঃ । তত্ৰ তীর্থসহস্রাণি সরাংসিচ পৃথকৃ পৃথক্ ॥ এই কামসরোবর মহাসুখময় । কামসরোবরে কাম সাগর কহয় ॥ দেখহ স্থরভিকুণ্ড শোভা অতিশয় । গোগোপ সহিত কৃষ্ণ এথ। বিলসয় ॥ এই চতুভুজেকুণ্ড পরম নির্জন । এথা যে কৌতুক তাঁহা না হয় বর্ণন ॥ দেখহ ভোজনস্থলী কৃষ্ণ এই খানে । করিলেন ভোজনকৌতুক সখা সনে ॥ দেখহ বাজনশিলা অহে শ্ৰীনিবাস । এথা নানা বাদ্যে হয় সবার উল্লাস ॥ পরশুরাম-স্থিতিস্থান করহ দর্শন এথা সিংহাসনে বসিলেন নারায়ণ ॥ এ সম্ভনকুণ্ড বেদকুণ্ড দামোদর। এ গন্ধৰ্ব্বকুণ্ড পৃথুদক কুণ্ডবর ॥ দেখহ অযোধ্যাকুগু পরম নির্জন বিস্তারিতে নারি এ কুণ্ডের বিবরণ ॥ শ্ৰীমৃসিংহকুণ্ড দেখ অৰ্ঘ্যকুণ্ড অরে। এ মধুসূদনকুণ্ড মহিমা প্রচার ॥ রোহণীকুণ্ড গোপালকুণ্ড গোদাবরী। দেখহ দেৰকাকুগু অপূৰ্ব্ব মাধুরী ॥ চৌর্য খেলা স্থান এ পৰ্ব্বতে ব্যোমান্বরে । বধিলা কৌতুকে কৃষ্ণ এই গোফ দ্বারে ॥ দেখহ প্ৰহলাদকুণ্ড লক্ষীকুণ্ড আর । কাম্যবনে যত তীর্থ লেখা নাই তার ॥ কৃষ্ণক্রীড়া স্থান এই পৰ্ব্বত উপর । এখা হৈতে দেখ চতুর্দিক [ રક્ત )