পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**X電獨究1] ভক্তিরত্নীকর । ২৪৫ গীতে যথা ॥ কচিদপি সময়ে যথা রাগ । নাগুর বর ধর, বরজ ধতিহর, হরষ হিয়া পিয়া রসম্ভরে । কুলম সজ্জ করি, মালিনীবেশ ধরি, যাবটপুর পরবেশ করে ॥ আপনি আপনারে, হেরিয়া বারে বারে, বসনে ঝাপি মুখ বিহসিয়া । অতি মধুরস্বরে, কহয়ে ঘরে ঘরে, কে লিবে হার ভাইস লহসিয় ॥ কোকিল যিনি বাণী, শুনিয়া বিনোদিনী, বিশাখা সখী সঞে কহে কথা । তাপূর্ব হার হবে, পাছে বা কেহো লিবে, তুরিতে মালিনীরে আন এথা ॥ বিশাখা শুনি বাণী, পরম সুখ মানি, মালিনী প্রতি কহে হেয় আইস । ফিরায় মালিনীরে, লইয়া আসে ঘরে, অাদরে কহে এই খানে বৈস ॥ মালিনী পানে চায়া, রাধিক চলে ধায়া, আনন্দ পায়া মনে মনে ভাবে । এরূপ এ মালিনে, না দেখি কোন খানে, বুঝি এ স্বরপুর বাসী হবে ॥ এমতি চিতে বালি, মালিনী কাছে বলি, কহয়ে তুয়া হার দেখি ওহে । শুনি দেখায় হরি, উপমা নাহি যার, শোভtয়ে সবাকার মন মোহে। রাধিক রসবতী, মদনভরে অতি, পীড়িত পুন পুলকিত হিয়া । চাহিয়া হার পানে, বিচার করে মনে, এরূপ গtথে মোর প্রাণপিয় ॥ সুন্দরী থির নহে, মালিনী প্রতি কহে, মনে করি প্রাণ দিয়ে তোরে ॥ গুণ কি কব আমি, ধন্য ধন্য হে তুমি, মূল্য যে হয় তাহা কহ মোরে ॥ মালিনী কহে শুন, না বলি পুন পুন, মিছা না কহি কভু কার কাছে । এ হার পরাইব, ও গজমতি লিব, সাজিলে যে দিবে তা লব পাছে ৷ মালিনী প্রতি ধনি, কহয়ে প্রিয়বাণী, যে চাহি লেহ উtহ নিজ বলে। শুনিয়া রসে ভাসি, ঈষত হাসি হাসি,