পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Φυ" ভক্তিরত্নীকর । [*श्यं*नऊब्रज । ৰতনে মুখ ও মুখে বাপে, তা দেখি সখী কহে চিবুকে অঙ্গুলি ধরিয়া । ইকি বিষম না শুনি কানে, রমণী হৈয়া রমণীসনে, এরূপ ক্রিয় করহ ওগো কিরূপ করিয়া ॥ অপূর্ব বেশ রচিলে ভূমি, কি কব নিজ সখীরে আমি, না বুঝি যারে তারে আপন করিয়া জানয়ে । ভাল যে কেহ নাহিক এধা, নহে এ অতি লাজের কথা, কারে কব এ দুঃখ নিষেধ কভু না মানয়ে ॥ শুনিয়া স্মিতপদনী রাই, লজ্জিত শ্যাম পানেতে চাই, কহয়ে ওহে চপল ইথে কেব। না হাসিবে । নাগর কহে কর উচিত, বাধহ ভুঞ্জ পাশে তুরিত, তব সে ঘনশ্যাম হুখের সায়রে ভাসিবে ॥ ৰুচিচ্চ গৌরী ॥ শ্যাম স্বনাগর বর স্থখকারি, কুন্দলত সহ যুগতি বিচারি, স্বাপরাপ নারী বেশ ধরে রাই দরশন আশে হরষ হৈয়া । যশোদা প্রেষিত কুন্দলত সতী, যাবটেতে চলে অতুলিত গতি, তা সহ সুন্দর চলে চারু করে থারি করি কিছু সামগ্রী লৈয় ॥ প্রবেশি যাবটে জটিলার পায়, প্রণময়ে হেরি হরষ হিয়ায়, হাতে ধরি অভিমত্যুের, জননী কহে কত ভাতি মধুর কথা। কুন্দলত তহি চাতুরি প্রকাশি, সামগ্ৰী দেখায়৷ নিকটেতে বলি, যশোমতি বাণী কৈয়া অনুমতি পাইয়া চলে রাই বিলসে যথা । রসবতী অতি আনন্দ হইয়া, হাসি কুন্দলতা পানেতে চাহিয়া, কত কত মতে কৌতুকেতে পাশে বৈসায়য়ে সাধে ধরিয়া হাতে । প্রাণ পিয়া কথা পুছিয়া যতনে, পুন কহে রাই চাহিয়া ত পানে, এ নব রঙ্গিণী কোথাতে