পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমতরঙ্গ ৷ ] ভক্তিরত্নাকর । :్న తీసి পাইrল কেন বা আইস তোমার সাথে ॥ শুনি কুন্দলতা আনন্দেতে ভাগি, কহে আমাদের, পড়স নিবাসি, এ নবীমা বধু অধিক সাধের, পাছে পরিচয় দিব যে আমি । মোর মুখে শুনি তুয়া গুণকথা, নিতি সাধ করে অসিপারে এথা, দেহি বিয়াকুল আনিলাম আজি, নিজ জন সম জানিবে তুমি ৷ বহু গুণে বিহি গড়িল ইগরে, জগতে উপম। দিল বা কাহtরে, সদ। থাকে অতি গোপনে, আপন কাযে বিচক্ষণ চরিত চারু । কি কহিল আর চাতুরীর কথা, পরশিতে নাশে দেহাদির বেথা, মৃথমী তুয়া সখীগণ মাঝে হেন মৃদুকর নাহিক কারু ॥ শুনি বিনোদিনী উলসিত চিতে, মনে হৈল তনু পরশ করাইভে, বুঝি কুন্দলত শ্যামবধু প্রতি, কহে ভঙ্গি করি ঈষত হাসি । সফল হল যে মনে ছিল সাধা, আপন করিয়া নিল তোহে রাধা, তাহে চারু কর কমলে চরণ চাপিয়া সিঞ্চহু অমিয়া রাশি ॥ শুনি বাণী মনে মানি মহাস্খ, আঁখিভরি হেরি স্বধামাখা মুখ, পালঙ্কের পাশে বসি হাসে মুহু, চরণপরশে রসের ভরে । চককি চঞ্চল কঁপে রাষ্ট তনু, বাতাতুর হেমলতা তড়িৎ যমু, অনুপম গুণ প্রকাশি হাসিয়া শ্যাম শশী থিয় হইতে নারে ॥ অপরূপ দুহু তুহু মনলোভা, প্রেমরঙ্গে বহু বাঢ়ে হু শোভা, ভঙ্গ নহে নব আলিঙ্গন, ঘন চুম্বন বিপুল পুলক অঙ্গে । দূরে সখীগণ মনে মহাসুখে, বিহসি বসমে বাপি রছে মুখ, আঁখি কোণে ঠারা ঠারি করি, পরিহাস করে কুন্দলতার সঙ্গে ॥ সময় জামিয়া পুন কুন্দলতা, হাসি বিনোদিনী পাশে আসি তথা, হেরি শ্যাম পানে রাই প্রতি কহে, একি বিপরীত করিলা তুমি । বধূ আলিঙ্গিলে বন্ধুয়ার ভণে,