পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९8 ● ভক্তিরত্নীকর [ *tंश्रच्छङ्गग्रतः না জানি যে ও কি করিবেক মনে, এমতি যদি তুয়া ক্রিয়া জানিতু, তবে ন৷ ইহঁরে আনিতু আমি ॥ রাই রঙ্গে কহে নতমুখী হৈয়া, বুঝিলাম লজে তিনঞ্জিলি দিয়া, এইরূপ বেশ বনাইয়া নিজ, দেয়রে লইয়া বিলস নিতি । এত দিন ইহ। গোপনে আছিল, যে সে হউক এবে প্রকাশ হইল, এমতি দোহে কহে কত, ত! শুনি ঘনশ্যাম মন মগন অতি ॥ পুনঃ । গৌরী ; শ।াম স্থনগর, রণের সাগর, গর গর রাই দরশ আশে । চন্দ্রোদয় হেরি, দ্বিজবেশ ধরি, চলিলা যাবটে জটিল পাশে ॥ দেখি দ্বিজবর, জুড়ি দুই কর, প্ৰণমিয়া তারে জটিল কহে । আজু ধন্যমানি, শুনি তুয়া বাণী, লোল কেনে আইলা গোপের গৃহে ॥ শুনি দ্বিজরাজ, কহে আছে কাজ, চন্দ্র পূজি আজি কিছু না খাইনু । তুয়া বধু খানি, পতিব্ৰতা জানি, তার হাতে কিছু লইতে আইনু ॥ জটিল শুনিয়া, আনন্দিত হৈয়, বিশাখারে কহে মধুর বাণী । রাধা আছে যথা লৈয়। যাহ তথ, যে চান তা দিবে স্বকৃতি মানি ॥ করযোড় করি, চরণেতে ধরি, আশীৰ্ব্বাদ নিতে কহিবে তারে । অমঙ্গল যাবে, মঙ্গল হইবে, ধেমুধন এই দ্বিজের বরে ৷ এতেক শুনিয়া, দ্বিজে সঙ্গে লইয়া, আইলেন যথ} রমণী মণি । শাশুড়ী বচন, কৈল নিবেদন, পরম আনন্দ পাইল শুনি ৷ অপূর্ব আসনে, বসাইয়া ব্রাহ্মণে, প্ৰণমি বিনয় বচন কৈয়া। দধি দুগ্ধ ঘৃত, আদি যত ষষ্ঠ, অনিল