পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

裂

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । حم २8$ নিকটে যতন পায় ॥ দ্বিজ বেরি বেরি, রাই পীনে হেরি, বিশাখীরে কহে শুনহ সখি। নিতি নানা ছন্দে, পূজিয়ে যে চান্দে, সে চান্দ ইহঁীর বদনে দেখি ॥ পাইনু সমীপে, উপেক্ষি কিরূপে, আগে স্থধাপান করিতে হৈল । এত কহি হালি, প্রেমরসে ভাসি, রায় মুখশশি চুম্বন কৈল ॥ বিনোদিনী কহে, ইকি কর অহে, ব্রাহ্মণ হইয়া এমন কেনে । দ্বিজ কহে ভুখ, গেল মন দুখ, স্থখ পাই মুখ অমৃত পানে ॥ রোষে রসবতী, বিশাখার প্রতি, কহে ন বুঝি এ তোমার খেলা । বিশাখিক ভণে, জানিলাম মনে, অলৌকিক শাশুড়ী বোর লীলা ॥ শুনি শশিমুখী, হাসে নত আখি, তা দেখি ঘনশ্যাম প্রিয় হাসি । রাইয়ে ক্রোড়ে করি, কঁপে থরহরি, কিবা সে অনঙ্গ রঙ্গেতে ভাসি ॥ কি বলিব অহে শ্ৰীনিবাস নরোত্তম । ব্রহ্মার দুল্লভ কৃষ্ণলীল মনোরম ৷ সৰ্ব্ব ভাষা বিজ্ঞ কৃষ্ণ রসের মূরতি । কোকিলাদি শব্দ উচ্চারিতে প্রাজ্ঞ অতি ॥ সঙ্কেত প্রযুক্ত মিলে অভিমন্যালয়ে । দৈবযোগে কোন দিন মিলন না হয়ে ॥ তথাহি পদ্যাবল্যং ॥ সঙ্কেতীকৃত কোকিলাদিনিনদং কংসদ্বিষঃ কুৰ্ব্বতে দ্বারোন্মোচন লোলশঙ্খবলয়কাণং মুহুঃ শৃণুতঃ । কেয়ং কেয়মিতি প্ৰগল্ডজরতী বাক্যেন দুনাত্মনে রাধাপ্রাঙ্গণকোণ কোলিবিটপী ক্রোড়ে গতা সর্ববরী ॥ কৃষ্ণ মহা কৌতুকী পরমানন্দময়। কোকিল সৌভাগ্য হেতু লে শব্দে মিলয় ॥ যাবটের পশ্চিমে এ বন মনোহর । ... I ( ৩১ ) -